Hoop News

Weather Update: কালকেও হবে ঝেঁপে বৃষ্টি, কেমন থাকবে আবহাওয়া! কি জানাচ্ছে হাওয়া অফিস?

দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও সাগর দ্বীপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের ঘূর্ণবর্ত সরে এসে, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও অবস্থান করছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া তরফ থেকে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে অর্থাৎ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা হতে পারে, ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হাওড়া উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতেও বৃষ্টি হবে, তবে বৃষ্টির সম্ভাবনা কালকেও রয়েছে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধুমাত্র কালিংপং এ আমরা আজকেই দেখেছি, কিভাবে আবারো ধস নেমেছে কেদারে, উত্তরবঙ্গের পরিস্থিতি সত্যিই খুব বেদনাদায়ক। বৃষ্টি হতে পারে দার্জিলিং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও কাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে চলে গেল।

কলকাতায় আবহাওয়া কেমন থাকবে?

সারাদিন মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি চলবে। হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি দুই এক পশলা ভারী বৃষ্টি শহরের কোনো কোনো প্রান্তে হবে। দিন ও রাতের তাপমাত্রা নামবে। বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

পরিসংখ্যান অনুযায়ী কি জানা যাচ্ছে?

কাল রাতের তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস আজ রাতে তার সামান্য কমতে পারে কাল দিনের তাপমাত্রা। আজ রাতে তা সামান্য কমে ২৬ এর নিচে নামবে। কাল দিনের তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি। আজ তা কমে ৩০ এর ঘরে নামবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৫ শতাংশ।

Related Articles