Hoop Life

চুলের যত্নে সরষের তেল যেভাবে ব্যবহার করলে ভালো ফল পাবেন

চুলের যত্নে ব্যবহার করতে পারেন সরষের তেল প্রতিদিন নিয়ম করে মাথার স্কাল্পে সরষের তেল মালিশ করলে চুল অনেক বেশি সুস্থ থাকে।

নিয়মিত সরষের তেলের সঙ্গে নারকেল তেল ভালো করে গরম করে চুলে ভালো করে ম্যাসাজ করুন। এতে চুল অনেক ভালো থাকে। সরষের তেলের সঙ্গে টক দই ভালো করে মিশিয়ে নিন যদি স্কাল্পে মাসাজ করা যায় তাহলে চুল অনেক ভালো থাকে।

সরষে তেলের মধ্যে কয়েকটা মেথি ফেলে দিয়ে এটি ফুটিয়ে নিয়ে তেলটি যদি নিয়মিত মাসাজ করা যায় তাহলে চুল অনেক ভালো থাকে।

সরষের তেলের মধ্যে কয়েকটা কারিপাতা ভালো করে ফুটিয়ে নিয়ে সেই তেল ও মাথার মধ্যে নিয়মিত লাগাতে পারেন। স্কাল্পের মধ্যে কোনো ইনফেকশন হলে সরষের তেলের মধ্যে নিমপাতা ফুটিয়ে লাগাতে পারেন।

তাই আর সাত-পাচ না ভেবে চুলের যত্নে এবার ব্যবহার করতে পারেন সরষের তেল। তবে এক্ষেত্রে খাঁটি সরষের তেল কেনার চেষ্টা করবেন। কাছেপিঠে যদি কোন ঘানি থাকে সেখান থেকে সরষের তেল নিন।

Related Articles