Hoop StoryHoop Viral

হিন্দু মন্দিরে পূজিত হচ্ছে ১৯ ফুটের সুবিশাল সাপ, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

মালয়েশিয়ার একটি হিন্দু মন্দিরে ঈশ্বরের সঙ্গে সঙ্গে পূজিত হচ্ছে একটি ১৯ ফুটের কিং কোবরা। দেখা যাচ্ছে দেবতার পাশেই এই সাপটিকে ধরে দাঁড়িয়ে আছেন একজন মানুষ তাকে দেখে পুরোহিত মশাই খুব সাবধানে তাকে পুজো করছে। ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে এই ভয়ঙ্কর সাপ।

এই পুজো দেখার জন্য অনেক মানুষের ঢল নেমেছে। এখানকার মানুষরা বিশ্বাস করেন এই সাপটিকে দেবতা আকারে পূজা করলে এইসাব আর কোন মানুষকে কামড়াবে না। বিশেষজ্ঞরা জানান এত বড় আকারের একটি কিং কোবরা প্রায় কুড়িটি মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে।

ভারতবর্ষের বহুদিন থেকেই অন্তত ইতিহাস ঘাঁটলে দেখা যায় দেবতাদের আসনে স্থান পেয়েছে সাপ। এছাড়াও অনেক গাছপালা যেমন বট অশ্বত্থ, সূর্য, চন্দ্র এইসবকেও মানুষ দেবতা আকারে পুজো করে থাকেন। ভারতবর্ষের আনাচে কানাচে গ্রামে গঞ্জে মানুষ এখনো সাপের পুজো করে। তবে সুদূর মালয়েশিয়ায় এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব সহজেই ভাইরাল হয়েছে।

Related Articles