whatsapp channel

ছাগলছানাকে নিজের বাঁটে দুধ খাওয়াচ্ছেন গো-মাতা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পুজো করেন। তবে শুধু হিন্দুরাই কেন পশু প্রেমিক মানুষের কাছে গরু খুবই প্রিয় একটি যন্ত্র। গরুর শান্তশিষ্ট স্বভাব, মাতৃ সম স্বভাব চরিত্রের জন্য গরু সকলের কাছেই…

Avatar

HoopHaap Digital Media

হিন্দুরা গরুকে দেবতা জ্ঞানে পুজো করেন। তবে শুধু হিন্দুরাই কেন পশু প্রেমিক মানুষের কাছে গরু খুবই প্রিয় একটি যন্ত্র। গরুর শান্তশিষ্ট স্বভাব, মাতৃ সম স্বভাব চরিত্রের জন্য গরু সকলের কাছেই খুব প্রিয় পশু।

ভিডিওটিতে দেখা যাচ্ছে গরুটি মাতৃরূপে একটি ছাগলছানা কে দুধ পান করাচ্ছে। ছাগলছানা ও তাকে মা ভেবে অনবরত দুধ খেয়ে যাচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথেই রীতিমতন ভাইরাল হয়েছে। প্রত্যেকেই অবাক হয়ে গেছেন গরুর এমন মাতৃ সম ব্যবহার দেখে।

গৃহপালিত পশু হিসেবে গরু খুব উপকারি একটি পশু। গরুর দুধ থেকে পুষ্টি হয়। গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি হয় যা আজও গ্রামাঞ্চলের জ্বালানি হিসেবে কাজে লাগে।ভিডিওটিতে গরুর অসাধারণ মানবিকতা প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি দেখে কমেন্ট বক্সে প্রশংসার ঝড় উঠেছে। মাতৃহীনা ছাগলছানাকে পরম স্নেহে কাছে টেনে নিয়েছে গরুটি।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media