কিভাবে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য ফিরে আসবে, সঙ্গে রইল ৪টি ফেসপ্যাক
গোলাপজল খুবই উপকারী একটি উপাদান। সুন্দর থাকতে গোলাপজল ব্যবহৃত হয়ে আসছে অনেক প্রাচীনকাল থেকেই।
১) গোলাপজল বেসনের ফেসপ্যাক: গোলাপজল একসঙ্গে করে মিশিয়ে নিয়ে যদি নিয়মিত লাগানো যায়, তাহলে মুখের উপরে হওয়া নানান রকমের দাগ দূর হয়ে যায়।
২) গোলাপজল নারকেল তেলের ফেসপ্যাক: গোলাপ জলের সঙ্গে নারকেল তেল ভাল করে মিশিয়ে নিয়ে যদি নিয়মিত স্নানের পর লাগানো যায় তাহলে মুখে ড্রাইনেস কখনোই আসেনা।
৩) গোলাপজল মধুর ফেসপ্যাক: গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে যদি ভাল করে মুখ ম্যাসাজ করা যায় তাহলে কোনদিন মুখের মধ্যে বার্ধক্যের ছাপ পড়বে না।
৪) গোলাপজল শসার রস: গরমের দিনে মুখ যখন খুব ক্লান্ত হয়ে পড়ে তখন গোলাপ জলের সঙ্গে শসার রস ভালো করে মিশিয়ে নিয়ে যদি মুখের মধ্যে লাগানো যায় তাহলে মুখের ক্লান্তিভাব অনেক দূর করে।
এইভাবে আপনার প্রতিদিনের রূপচর্চার তালিকায় যোগ করুন গোলাপজলকে। গোলাপ জল ব্যবহারের অনেক বেশী সুন্দর এবং পরিষ্কার ও দাগহীন থাকে।