whatsapp channel

চলতি মাসে টানা ছয় দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মাঝে একদিন খোলা, রইলো সম্পূর্ণ তালিকা

এই সপ্তাহে ব্যাঙ্কে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এক্ষুনি আপনার এই খবর জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কের যা কাজ রয়েছে সেটি সোমবারের মধ্যে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ ৷…

Avatar

HoopHaap Digital Media

এই সপ্তাহে ব্যাঙ্কে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এক্ষুনি আপনার এই খবর জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ব্যাঙ্কের যা কাজ রয়েছে সেটি সোমবারের মধ্যে মিটিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ ৷ কারণ এপ্রিল মাসে মোট ৯দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ এর মধ্যে ৬দিন আগামী সপ্তাহের মধ্যে পড়ছে ৷ আরবিআই এর তরফে জারি ব্যাঙ্কের ছুটির লিস্টটা অবশ্যই দেখে নিন।

১০ই এপ্রিল দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। এরপর ১১ই এপ্রিল রবিবার পড়েছে। এরপর শুধু সোমবারই খোলা ব্যাঙ্ক। তাই কোনো কাজ থাকলে বড় কাজ মেটাতে হবে সেদিনই।  সমস্ত রাজ্যে ১৫ দিন ছুটি থাকবে না ব্যাঙ্ক কারণ আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা উৎসব পালন করা হয় ৷ দেখে নিন ব্যাঙ্কের ছুটির লিস্ট-

আরবিআই এর তরফে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী জেনে নিন এপ্রিলে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৩ই এপ্রিল মঙ্গলবার- উগাদি, তেলেগু নিউ ইয়ার, বোহাগ বিহু, গুড়ি পরবা, বৈশাখি, বিজু উৎসব।

১৪ই এপ্রিল বুধবার ডা: আম্বেদকর জয়ন্তী, অশোকা দ্য গ্রেটের জন্মদিন, তামিল নিউ ইয়ার, মহা বিশুবা সংক্রান্তি, বোহাগ বিহু।

১৫ এপ্রিল বৃহস্পতিবার- হিমাচল ডে, পয়লা বৈশাখ। ১৬ এপ্রিল  শুক্রবার- বোহাগ, বিহু।

২১ই এপ্রিল মঙ্গলবার- রাম নবমী,

২৪ই এপ্রিল মাসের চতুর্থ শনিবার,

২৫ই এপ্রিল- মহাবীর জয়ন্তী।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media