Hoop PlusTollywood

শুরু হতে না হতেই চরিত্রের মুখ বদল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে

চলতি বছরের ১২ ই মার্চ থেকে শুরু হয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’। এরই মধ্যে মুখ বদল গল্পে। ঊর্মি, সাত্যকি, তাঁদের পরিবার আর সেই সঙ্গে শহর কলকাতার গল্প বলছে এই ধারাবাহিক।

এই গল্পে সাত্যকি একটি মধ্যবিত্ত হাসি- খুশী পরিবারের ছেলে এবং ঊর্মি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে। গল্পের নায়িকা ঊর্মি পরিবারের সকলের মন রাখতে খেলাধুলা,গান, নাচ বা ফটোগ্রাফি সব কিছুই শেখে সে। এরপরেও ট্যাক্সি চালানো শিখে নেয়, আর এই হলুদ ট্যাক্সি নিয়েই গল্পের শুরু। শুধু যে গল্প তখন নয়, ঊর্মি সাত্যকির প্রথম দেখা এই ট্যাক্সি নিয়েই হয়।

একদিন বাড়ি ফেরার পথে, একদল ছেলে ঊর্মির পিছনে ধাওয়া করে। সেই সময়ে তাঁকে এসে বাঁচায় নম্র -ভদ্র এক ট্যাক্সি চালক সাত্যকি। এদিকে ঊর্মি ভালো চালক যেমন নয়, তেমনই বেপরোয়া। অন্যদিকে সাত্যকি ভীষণ নরম, ভদ্র ও সাহসী।

একদিন হটাৎ ঊর্মি চলে আসে সাত্যকির বাড়িতে। এসে তার পরিবার দেখে অবাক। পরিবারের সকলের সরলতা, একাত্ম হয়ে থাকা দেখে সকলকে ভালবাসতে শুরু করে সে। ঊর্মি শেখে ভালবাসার আসল মানে এবং স্বাধীনভাবে বাঁচার রহস্য। কিন্তু এরই মধ্যে সিরিয়ালে ঘটে গেল চরিত্র বদল। এতদিন এই ধারাবাহিকে সাত্যকির মিষ্টি একান্নবর্তী পরিবার সকলে দেখেছেন, এবার সেই পরিবার ভাঙলো। মুখ বদল হল পরিবারের এক সদস্যের। এই পরিবারের সাত্যকির ঠাম্মির চরিত্রে ছিলেন অলকানন্দা রায়। তবে এবার থেকে রমার চরিত্রে দেখা যাবে কল্যাণী মন্ডলকে।

Related Articles