whatsapp channel

বিজেপি দুশো’র বেশি আসনে জিতবে, ফলাফল নিয়ে আগাম মন্তব্যে ব্যাপক ট্রোলের মুখে হিরণ

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেই অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার একটাই লক্ষ্য। বাংলা থেকে যে ভাবে হোক, অলক্ষ্ণীকে দূর করতে হবে। অলক্ষ্মী দূর না করলে আমাদের এই পশ্চিমবাংলায় লক্ষ্মী…

Avatar

HoopHaap Digital Media

তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেই অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার একটাই লক্ষ্য। বাংলা থেকে যে ভাবে হোক, অলক্ষ্ণীকে দূর করতে হবে। অলক্ষ্মী দূর না করলে আমাদের এই পশ্চিমবাংলায় লক্ষ্মী কখনও আসবে না। আর লক্ষ্মী না এলে বাংলায় কোনও আর্থ-সামাজিক বা বা পরিকাঠামো উন্নয়ন হবে না। শুধুমাত্র ভোটের আগে মানুষকে পাঁচ টাকায় ডিম-ভাত খাইয়ে আর বোকা বানানো যাবে না।’’

অভিনেতা হিরণের গলায় ছিল অভিমানের সুর। তিনি এও বলেছিলেন যে তাঁর সঙ্গে তাঁর সংগঠনের নেতা অভিষেক একদমই যোগাযোগ রাখেন না। অভিনেতার এক ঘনিষ্ঠের দাবী, ২০১৯ সালের লোকসভা ভোটে হিরণ তৃণমূলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করেছেন। সমস্ত প্রচার তিনি নিজের গাড়ি নিয়ে ও নিজের খরচে করেন। কিন্তু জিতে যাওয়ার পর দলের শীর্ষনেতৃত্ব এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রার্থীরাও হিরণকে একবার যোগাযোগ করে ধন্যবাদ জানানি। এতেই অভিমান জন্মে হিরণের মনে। কার্যত বিভিন্ন কারণে দলত্যাগ করেন তিনি।

বিজেপিতে যোগ দেওয়ার পরেই হিরণকে খড়গপুর সদর থেকে প্রার্থী করা হয়। ভোট পর্ব মিটে গেছে। বর্তমানে বাংলা সহ গোটা দেশ তাকিয়ে রয়েছে ২ রা মে র ফলাফলের দিকে। তবে এর মধ্যেই মন্তব্য করে বসেন হিরণ এবং নেট জনতার কটাক্ষের শিকার হন। হিরণের কথায়, ২০১৯ লোকসভায় EXIT POLLS বলেছিল বিজেপি ৮ পাবে, পেয়েছিল ১৮, ২০২১ বিধানসভায় বলছে বিজেপি ১২১ অর্থাৎ বিজেপি ২০০+

হিরণের এমন পোস্ট ঘিরে উত্তেজনা তৈরী হয় সোশ্যাল মিডিয়ায়। একের পর এক বাক্যবাণে জর্জরিত হন তিনি। দেখুন কে কী বললেন হিরণের পোস্ট ঘিরে –

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media