whatsapp channel

প্রায় স্তব্ধ হয়ে গেল ট্রেন পরিষেবা, চলবে না লোকাল সহ বেশকিছু দূরপাল্লার ট্রেন, রইলো তালিকা

শুরু হয়ে গিয়েছে দ্রুত গতিতে লক ডাউনের পর্ব। মাত্র এক দিন আগেই ঘোষণা হয় যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে, আজ ঘোষণা হয় মেট্রো পরিষেবা চালু থাকলেও বাতিল থাকবে বহু…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

শুরু হয়ে গিয়েছে দ্রুত গতিতে লক ডাউনের পর্ব। মাত্র এক দিন আগেই ঘোষণা হয় যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে, আজ ঘোষণা হয় মেট্রো পরিষেবা চালু থাকলেও বাতিল থাকবে বহু ট্রেন। এবার বন্ধ থাকতে চলেছে দূরপাল্লার ট্রেন।

Advertisements

জানা গিয়েছে, আগামী ৭ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হবে ১৬ টি দূরপাল্লার ট্রেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই যাত্রী সংখ্যা কমে এসেছে। এতে করে ট্রেন চালানো ব্যয়সাধ্য হয়ে পড়ছে । পাশাপাশি করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

Advertisements

চলুন দেখে নিই কোন কোন ট্রেন বাতিল হয়েছে :

Advertisements

০২০১৯ এবং ০২০২০ হাওড়া রাঁচি স্পেশাল এক্সপ্রেস হাওড়া – রাঁচি (রুট- দুর্গাপুর, আসানসোল, ধনবাদ, বোকারো স্টিল সিটি).

০৩১১৭০০০ এবং ০৩১১৮ কলকাতা-লালগোলা এক্সপ্রেস.

০৩১৮৭ এবং ০৩১৮৮ শিয়ালদহ -রামপুরহাট.

০৩৫০২ এবং ০৩৫০১ হলদিয়া-আসানসোল.

০৩০২৭ এবং ০৩০২৮ হাওড়া-আজিমগঞ্জ স্পেশাল এক্সপ্রেস.

রয়েছে জামালপুরের ভাগলপুর, কিউল, মোকামা, বার্হ, বখতিয়ারপুর, ফতুহা, পাটনা শহর এবং পাটনা জংশন থেকে দানাপুরের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media