প্রথম স্থান ধরে রাখলো ‘মিঠাই’, দ্বিতীয় স্থানে ফিরে এলো ‘কৃষ্ণকলি’, রইলো টিআরপি তালিকা
শ্যুটিং শুটিং করে টলি পাড়ার বিবাদ মিটলে হয়। নয়তো দর্শকরা সন্ধ্যা হলে খাবে কী? এই সন্ধ্যে হলেই মুখে মুচমুচে কিছু না এলে মন ভাল থাকে না। বিকেল থেকে রাত১০ টা পর্যন্ত প্রায় অনেকের এন্টারটেইনমেন্ট বাঁধা থাকে। বিশেষ করে যারা ঘরেই বেশিরভাগ সময় থাকেন তাদের কাছে সন্ধ্যার বিনোদন হল টনিকের মতন।
এমন দোটনা, শ্যুট ফ্রম হোম হওয়ার মধ্যে দিয়েও মনোহরা নিয়ে হাজির মিঠাই। উচ্ছেবাবুর জন্য তার মনে এখন অভিমান আর চাপা প্রেম কাজ করছে। জনাইতে থেকেও মিঠাইয়ের মন তার উচ্চেবাবু অর্থাৎ সিদ্ধার্থের কাছে। এমত অবস্থায় দর্শকরাও এই ব্যাপারটা খুবই চেটেপুটে সেবন করছে। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, এই সপ্তাহের সেরার সেরা ধারাবাহিক হল মিঠাই। ওইদিকে অপু কিছু কম jaynam মেঘার বয়ফ্রেন্ড রাহুলের শাস্তির জন্য সে নিজে গোয়েন্দা সেজেছে। চলুন দেখি দর্শকদের বিচারে কোন ধারাবাহিক কত নম্বর পেল।
১. মিঠাই – ১০.৮
২.অপরাজিতা অপু ও কৃষ্ণকলি ৮.৩
৩.খড়কুটো – ৭.৯
৪.রানী রাসমণি – ৭.৪
৫.যমুনা ঢাকি – ৭.৭
৬.মহাপীঠ তারাপীঠ – ৭.৫
৭.গঙ্গারাম – ৭.১
৮.শ্রীময়ী – ৬.৮
৯.খেলাঘর ও দেশের মাটি – ৬.২
১০.গ্রামের রাণী বীণাপাণি – ৫.৯
১১.বরণ – ৫.৩
১২.রিমলি ও জীবন সাথী – ৪.৯
১৩.ফেলনা – ৩.৯
১৪.তিতলি – ৩.৬
১৫.জয় হনুমান (ওপেনিং) – ৩.৫
১৬.ওগো নিরুপমা – ৩.৪
১৭.এই পথ যদি না শেষ হয় – ৩.২
১৮.কি করে বলবো তোমায় – ৩.১
১৯.মোহর – ২.৫
২০.রাধাকৃষ্ণ – ২.৪
২১.ধ্রুবতারা – ২.৩
২২.সাঁঝের বাতি – ১.৮
২৩.মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৫
রিয়ালিটি শো
১.ড্যান্স বাংলা ড্যান্স (ওপেনিং) – ৬.৭
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৫.৭
৩.মীরাক্কেল সেমি ফাইনাল – ৪.৬
৪.দিদি নাম্বার ওয়ান – ৪.০
৫.রান্নাঘর – ১.৪