কনুইয়ের কালো দাগ দূর করুন পাঁচটি প্রাকৃতিক উপায়ে
অনেক সময় কনুই এর কালো দাগ আমাদের নানা সমস্যার মধ্যে ফেলে। স্লিভলেস জামা কাপড় পরলে অনেক সময় এটি খুব বিশ্রী দেখতে লাগে। তবে এর জন্য খুব বেশি টাকা খরচ করতে হবেনা। বাড়িতে থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদান দিয়ে এই সমস্যার সমাধান হবে।
লেবুর রস -»
লেবুর রসের মধ্যে থাকে প্রাকৃতিক অ্যাসিড যা শরীরের যেকোনো জায়গায় কালো দাগ তুলতে সহজেই সাহায্য করে। প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে এক চামচ লেবুর রস কনুইতে ঘষলে সহজেই দাগ উঠে যায়।
বেকিং সোডা -»
লেবুর সাথে এক চামচ বেকিং সোডা মিশিয়ে যদি কনুইতে ঘষা যায় তাহলে কনুই এর কালো দাগ সহজেই দূর হয়ে যায়।
আলুর রস -»
এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ আলুর রস ভালো করে মিশিয়ে নিয়ে যদি কনুইতে ঘষা যায় তাহলে কনুই এর কালো দাগ সহজেই দূর হয়ে যায়।
টমেটোর রস -»
এক চামচ টমেটো রসের সঙ্গে এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে কনুইতে ঘষলে অনেক উপকার পাওয়া যায়।
চিনি -»
চিনির মধ্যে থাকা স্ক্রাবিং উপাদান যা সহজেই ত্বকের ওপর থেকে মরা কোষ দূর করতে সাহায্য করে। লেবুর রসের সঙ্গে চিনি ভালো করে মিশিয়ে নিয়ে যদি কনুইতে ঘষা যায় তাহলে কনুইয়ের ওপর কালো দাগ সহজে দূর হয়ে যায়।