শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বিপুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়
বর্ষার মেজাজে কখনও বৃষ্টি, কখনও মেঘ গুড়গুড়, কখনও আবার এক পলশা বৃষ্টি, এরই নাম বর্ষা। এই বর্ষা মানেই সবুজ সতেজ হয়ে ওঠে, গোটা বছর যত ধুলিকণা গায়ে মাখে তার সবটা পরিস্কার হয়ে তরতর করে বেড়ে ওঠে। এমনকি প্রচন্ড গরমে যখন আম, জাম, কাঠাল পাকতে ও বাড়তে শুরু করে তখন এরা আরও মিষ্টি হয়ে ওঠে। ইলিশ হয়ে ওঠে রান্নাঘরের সঙ্গী।সেইজন্য তো বর্ষা এত সুন্দর।
জুনের প্রথম থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে চারিদিকে। কী বলছে আবহাওয়া দপ্তর? সূত্রের খবর, আজ দিনরাত বিক্ষিপ্ত বৃষ্টি হবে সারা বাংলা জুড়ে।
কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের খবর ছিল ১১ জুনের পর থেকেই বাংলায় বর্ষা ঢুকবে। অর্থাৎ পরিবেশ অনেকটা শীতল থাকবে। প্রচণ্ড গরমের দাবদাহে যেভাবে বাংলার মানুষ কষ্ট পাচ্ছিলেন, তা থেকে কিছুটা রেহাই পাবেন। আজ সকাল থেকেই রোদের তাপ অনেকটা কম। আকাশ আংশিক মেঘলা। এবং দিন বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন জেলায়।