শুধু মুখ নয়, পুরো শরীর ফর্সা করুন তিনটি ঘরোয়া উপাদানে
শুনতে খুব অবাক লাগলেও মাত্র তিন দিনে নিজের গায়ের রং কে অনেকটাই পরিষ্কার করতে পারবেন। ঈশ্বর প্রদত্ত গায়ের রং কে একেবারে সাদা ধবধবে করে ফেলা সম্ভব না আমরা হয়তো সেটা চাইও না কিন্তু নিজেকে একটু উজ্জ্বল দেখতে পরিষ্কার দেখতে প্রত্যেকেরই মন চায়। এর জন্য গাদা গাদা টাকা খরচ করে আপনাকে পার্লারে যেতে হবে না।
খুব সাধারণ একটি উপাদান যা আপনি রান্নাঘরে একটু খুঁজলেই পেতে পারেন এই উপাদান দিয়ে আপনার গায়ের রঙ পরিষ্কার হতে পারে। সেটি হল মৌরি। প্রত্যেকেই জানি মৌরি খুব ভালো মুখসুদ্ধি হিসাবে কাজ করে। কিন্তু গায়ের রং ফর্সা করতে মৌরির একটা ভূমিকা রয়েছে তা আমরা হয়তো অনেকেই জানি না জেনে নিন মৌরি দিয়ে তৈরি একটি ফেসপ্যাক এবং মৌরি দিয়ে তৈরি একটি পানীয় খেলে আপনার গায়ের রঙ পরিষ্কার হবে।
মৌরির পানীয় -»
একটি জলের গ্লাস এর মধ্যে জল ভর্তি করে তাতে এক চামচ মৌরি, এক চামচ মেথি, চার-পাঁচটি পুদিনা পাতা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এই জল পরের দিন সকালবেলা উঠে থেকে পান করুন। এরকম পরপর একমাস করতে হবে। মেথি, পুদিনাপাতা রঙ পরিষ্কার করতে ভেতর থেকে সাহায্য করে। প্রত্যেকটি উপাদানকে খুব সহজে আপনি বাড়িতে কিংবা দোকানে পেয়ে যাবেন।
মৌরির ফেসপ্যাক -»
জলের গ্লাস এসে মেথি, পুদিনা পাতা এবং মৌরি ভিজিয়ে ছিলেন এটি একদম ফেলে দেবেননা। আপনি হয়তো জানেন না এ যেটি আপনি ফেলে দিতেন এটি দিয়ে খুব সুন্দর মুখের ফেসপ্যাক হয়ে যায়। এই প্রত্যেকটি উপাদানকে ভালো করে পেস্ট করে নিয়ে এক চামচ টক দই সঙ্গে যদি মুখে আধঘন্টা মেখে রেখে দিতে পারেন। তারপর যদি ঠাণ্ডা জলে ধুয়ে ফেলেন তাহলে ত্বক অনেক বেশি পরিষ্কার হয়। পুদিনা পাতা ত্বকের জ্বলুনি, কালো দাগ দূর করতে সাহায্য করে। মেথি ও ত্বকের জন্য ভীষণ ভালো।
তাই আর দেরি না করে ফর্সা হওয়ার এই পানীয় এবং ফর্সা হওয়ার ফেসপ্যাক তৈরি করার জন্য ব্যবহার করুন মৌরিকে। আর শুধু মুখশুদ্ধি নয়, এবার মৌরি আপনার রূপচর্চা তালিকাতেও যুক্ত হতে পারে।