Hoop News

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই যেসব জেলায় নামবে ঝেঁপে বৃষ্টি

রাজ্যের বেশ কয়েকটি জেলায় আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়েছে, আগামী ২-৩ ঘন্টা চলবে এই বৃষ্টি। আজ দুপুরের পর কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, বীরভুম, নদীয়া, হাওড়া এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হলেও নিম্নচাপের প্রভাবে এখনো খুব বেশি বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। তবে দুপুরের পর বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।

Related Articles