কিছুক্ষণের মধ্যেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের যে সকল এলাকায়
আজ সকাল থেকেই আকাশ পরিস্কার ছিল। তবে কোথাও কোথাও আংশিক মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের অধিকাংশ শহরেই সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে।
এদিকে, আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলার উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ছাড়াও বাংলার দক্ষিণের বেশকিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা ও তার সংলগ্ন এলাকার কিছু কিছু জায়গায় বজ্র বৃষ্টি হতে পারে। আজ বাতাসে আদ্রতার পরিমাণ ৭৭%, বৃষ্টিপাতের সম্ভাবনা ১৫%, আকাশ বেশিরভাগ সময় মেঘে ভরা থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশের ওপর ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রাজ্যের হিমালয় সংলগ্ন এলাকার ওপর। এছাড়াও দক্ষিণ -পশ্চিম বাতাসের সঙ্গে পশ্চিমী বায়ুর সংঘর্ষের জেরে উত্তর পূর্ব ভারত ও বাংলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।