whatsapp channel

এক বছরে এক লক্ষ বিনিয়োগে দু-লক্ষের বেশি টাকা লাভের সুযোগ এই দুর্দান্ত স্কিমে

টাকার প্রয়োজন কার না নেই বলুন তো? সকলেই চায় এমন কোথাও ইনভেস্ট করলে টাকা ডবল হয়ে আসবে বা দুর্দান্ত সুদ পাবো। পোস্ট অফিস ছেড়ে অনেকেই ব্যাংকে টাকা রাখেন, কেউ টাকা…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

টাকার প্রয়োজন কার না নেই বলুন তো? সকলেই চায় এমন কোথাও ইনভেস্ট করলে টাকা ডবল হয়ে আসবে বা দুর্দান্ত সুদ পাবো। পোস্ট অফিস ছেড়ে অনেকেই ব্যাংকে টাকা রাখেন, কেউ টাকা জমিয়ে সোনা কিনে তাতে ইনভেস্ট করেন। কিন্তু, আপনি যদি এই জায়গায় টাকা রাখেন তবে খুব তাড়াতাড়ি লাভের মুখ দেখতে পাবেন।

Advertisements

কথা হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড সম্পর্কে। অনেকের ধারণা এতে রিস্ক আছে। কিন্তু, যেখানে রিস্ক নেই সেখানে ইস্ক নেই। মজা বাদ দিয়ে বলা ভালো, মিউচ্যুয়াল ফান্ড হল একটি দুর্দান্ত অর্থ বিনিয়োগকারী জায়গা, যেখানে আপনি টাকা বিনিয়োগ করতে পারেন এবং পর্যাপ্ত সময়ের মধ্যে দারুন রিটার্ন পেতে পারেন। তবে মিউচ্যুয়াল ফান্ডে টাকা রাখলে আপনি বেশি টাকা রিটার্ন পেতে পারেন যদি বেশি মাস ধরে টাকা জমাতে পারেন।ভারতীয় বাসিন্দা এবং এনআরআই উভয়ই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। আপনি আপনার স্ত্রী বা বাচ্চাদের নামেও বিনিয়োগ করতে পারেন।

Advertisements

এই মুহূর্তে আপনার কাছে পাঁচটি ফান্ড রয়েছে, যেখানে আপনি টাকা রাখতে পারেন।

Advertisements

BOI AXA স্মল ক্যাপ ফান্ড- এই ফান্ডে এক বছরে ১২১ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ এর অ্যাসেট বেস ১৫৮ কোটি টাকা ৷ এখানে আপনি যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করেন তবে পেয়ে যাবেন প্রায় ২.২১ লক্ষ টাকা ৷

Advertisements

ICICI প্রু স্মল ক্যাপ – এরা ১ বছরে ১১৮ শতাংশ রিটার্ন দিচ্ছে ৷ এখানে আপনি ১ লক্ষ টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন ২.১৮ লক্ষ টাকা ৷

L&T ইমার্জিং বিজনেসেস ফান্ড- এই ফান্ড প্রায় ১১২ শতাংশ রিটার্ন দিয়েছে ৷

কোটাক স্মল ক্যাপ ফান্ড- এটি ইনভেস্টরদের এক বছরে ১২৫ শতাংশ রিটার্ন দিচ্ছেন

whatsapp logo
Advertisements
Avatar