whatsapp channel
Hoop Story

আধো-আধো গলায় জাতীয় সংগীত গাইছে এক ছোট্ট শিশু, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

আজ ভারতের স্বাধীনতা দিবস। আজকের দিনে ব্রিটিশের শাসনের হাত থেকে ভারত মুক্তি পেয়েছিল। এতদিনের পরাধীনতার বেড়াজাল থেকে বেরিয়ে ১৯৪৭ সালের আজকের দিনে ভারত স্বাধীন হয়।

আজকের দিনে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল এক বাচ্চার গলায় গাওয়া ‘জনগণমন-অধিনায়ক জয় হে’ । বাচ্চাটি উত্তর ভারতের কোন ছোট্ট এক গ্রামের বাসিন্দা। অন্তত তার চেহারা দেখে তাই মনে হচ্ছে। ছোট ছোট চোখ আর আপেলের মতো টুকটুকে গাল, পরনে খুব সাধারণ পোশাক কিন্তু গলা দিয়ে বেরিয়ে আসছে ‘জনগণমন-অধিনায়ক জয় হে’।

গানের কথা খুবই অস্পষ্ট। আসলে বাচ্চাটি এতই ছোট তার মুখের ভাষা এখনও স্পষ্ট হয়নি। বোঝাই যাচ্ছে কেউ একজন তাকে অনুরোধ করেছে, তাই সে তার অনুরোধ ফেলতে পারেনি। গানের কথার মধ্যে হয়তো অনেক ভুল আছে, কিন্তু বাচ্চাটির সারল্য ভরা মুখ এবং অসাধারণ পরিবেশনায় জাতীয় সংগীত একটি আলাদা মর্যাদা পেয়েছে। চোখ বন্ধ করে এমন এক মনে গেয়ে চলেছে যে শেষে যে জয় হে জয় হে বলতে হয় তা সে ভুলেই গিয়েছিল। যিনি ছবিটি ভিডিও করছেন তিনি মনে করিয়ে দেন। অবশেষে একটু ইতঃস্তত বোধ করে জয় হে বলে তার গান শেষ করে। দেখে নিন সেই ভিডিও।

whatsapp logo