Home Shorts Videos Gallary Join
প্রথম পাতা খবর বিনোদন OTT ওয়েব সিরিজ লাইফস্টাইল তথ্য প্রযুক্তি

Post Office Scheme: পোস্ট অফিসের ধামাকা স্কিম, মাত্র ৫ বছরে হাতে আসবে ৩৫ লাখ টাকা

অল্প অঙ্কের নিয়মিত বিনিয়োগেই গড়ে উঠতে পারে মোটা অঙ্কের সঞ্চয়। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) স্কিমে এমনই সুবিধা দিচ্ছে ভারত সরকার। পাঁচ বছরের মধ্যে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ৩৫.৬৮ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ মিলবে এই প্রকল্পে। পোস্ট অফিসের RD স্কিম মূলত নিয়মিত মাসিক জমার ভিত্তিতে গড়ে ওঠা সঞ্চয় প্রকল্প। এই স্কিমে মাত্র ১০০ দিয়ে শুরু করা যায়। কোনও নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই, ফলে সঞ্চয়কারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বেশি টাকা জমা করতে পারেন। বর্তমান সুদের হার বছরে আনুমানিক ৬.৭% যা তুলনামূলকভাবে স্থিতিশীল এবং ঝুঁকিমুক্ত।

এই স্কিমের আর একটি বড় সুবিধা হল—এর আওতায় ছোটরাও আসতে পারে। ১০ বছর বয়স হলেই অভিভাবকের সাহায্যে অ্যাকাউন্ট খোলা যায়। পরে ১৮ বছর পূর্ণ হলে KYC আপডেট করে অ্যাকাউন্ট নিজের নামে রূপান্তর করা যায়। অ্যাকাউন্ট খোলার এক বছর পর বিনিয়োগকারীরা মোট জমার ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন। এই ঋণের ওপর সুদের হার সাধারণ RD হারের চেয়ে ২ শতাংশ বেশি ধার্য করা হয়। আবার, কোনও জরুরি প্রয়োজনে কেউ চাইলে তিন বছর পর প্রিম্যাচিওর উইথড্রয়াল করতে পারেন, যদিও সেক্ষেত্রে সুদের হার কিছুটা কমে যেতে পারে।

যাঁরা বড় অঙ্কের সঞ্চয়ের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই স্কিম বেশ উপযোগী। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ প্রতি মাসে ৫০,০০০ টাকা করে জমা করেন, তাহলে পাঁচ বছরে মোট ৩০ লক্ষ বিনিয়োগের বিপরীতে প্রায় ৩৫.৬৮ লক্ষ টাকা ফেরত পাওয়া সম্ভব। এই রিটার্ন সম্পূর্ণ সুদে-চক্রবৃদ্ধি ভিত্তিতে হিসাব করা হয়। এই স্কিম ৫ বছরের জন্য নির্ধারিত হলেও বিনিয়োগকারীরা চাইলে মেয়াদ শেষে বর্তমান সুদের হারে আবারও বাড়াতে পারেন। তবে সুদের হার তখনকার পোস্ট অফিস RD হারের ভিত্তিতে নির্ধারিত হবে। RD-তে বিনিয়োগ Section 80C-এর অধীনে কর ছাড়ের সুবিধাও দেয়। তবে বছরে ১০,০০০-র বেশি সুদ আয় হলে TDS কাটা হয়। PAN থাকলে ১০% এবং না থাকলে ২০% হারে TDS প্রযোজ্য হয়।

প্রশ্নোত্তর (FAQ):

  1. পোস্ট অফিস RD স্কিমে কীভাবে শুরু করা যায়?
    → মাত্র ১০০ দিয়ে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ শুরু করা যায়।

  2. সর্বনিম্ন ও সর্বোচ্চ জমার পরিমাণ কত?
    → সর্বনিম্ন ১০০, তবে সর্বোচ্চ জমার কোনও নির্দিষ্ট সীমা নেই।

  3. কত বছরে এই স্কিম মেয়াদ পূর্ণ করে?
    → RD স্কিমের লক-ইন পিরিয়ড ৫ বছর।

  4. এই স্কিমে লোন নেওয়ার সুবিধা আছে কি?
    → হ্যাঁ, ১২ মাস পরে মোট জমার ৫০% পর্যন্ত লোন নেওয়া যায়।

  5. ট্যাক্স বেনিফিট ও TDS কীভাবে কাজ করে?
    → Section 80C অনুযায়ী করছাড় পাওয়া যায়। বছরে ১০,০০০-র বেশি সুদ আয় হলে TDS কাটা হয়।