Hoop Life

বাড়ি থেকে খুব সহজেই আরশোলা দূর করার উপায় জেনে নিন

গরমকালে, বর্ষাকালে আরশোলার উপদ্রব হয়। সব সময় যে বড় আরশোলা হয়, তাই নয়, মাঝে মাঝে রান্নাঘরে ছোট ছোট আরশোলা দেখা যায়। ঘরোয়া পদ্ধতিতেই ঘরোয়া কিছু উপাদান দিয়েই আরশোলাকে দূর করতে পারবেন।

১) সন্ধ্যা হলে ঘরে ধুনো দিতে পারেন। ধুনো জ্বালালে ঘরে পোকামাকড়ের সংখ্যা কমে যায়।

২) তেজপাতা পোড়ালে ঘর থেকে পোকামাকড় এবং আরশোলা চলে যাবে।

৩) বাড়ির কোনায় কোনায় বোরিক পাউডার ছড়িয়ে দিন। এতে আরশোলার আনাগোনা কমে যাবে।

৪) তেজপাতার সঙ্গে সামান্য পরিমাণ নিমপাতা পুড়িয়ে দিন। এতে ঘর থেকে পোকামাকড় এবং আরশোলা বিদায় নেবে।

৫) কয়েক টুকরো রসুন থেঁতো করে ঘরের কোনায় কোনায় রেখে দিতে পারেন।

৬) রাত্রিবেলা একটি পাত্রের মধ্যে খানিকটা জল দিয়ে এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ থেঁতো করা রসুন ভিজিয়ে রাখুন। একটি স্প্রে বোতলে সাহায্যে এই মিশ্রণটি ঘরের কোনায় কোনায়, বেসিনের পাইপ, নর্দমার মুখ ইত্যাদি জায়গায় ছড়িয়ে দিন। আরশোলার আনাগোনা কমে যাবে।

৭) একটি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে তাতে লিকুইড সাবান গুলে নিয়ে ঘরের কোনা কোনা ভালো করে পরিষ্কার করুন। আরশোলার আনাগোনা কমে যাবে।

Related Articles