Hoop News

আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে যেসব এলাকা

মঙ্গলবার পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে গত রবিবার থেকেই ছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ সোমবার থেকেই উত্তরবঙ্গের কালিম্পঙ, দার্জিলিং, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার ও কোচবিহারে থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলতে পারে।

অন্যদিকে, আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূবালী বাতাসের প্রভাবে মঙ্গলবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে নিম্নচাপের অবস্থান চলছে। আগামী দুই দিনের মধ্যে একটি ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর ফলে রাজস্থান, জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে।

Related Articles