whatsapp channel
BollywoodHoop Plus

Govinda: মুদির দোকানের জিনিস কিনতে না পেরে কেঁদেছিলেন অভাবের তাড়নায়, গোবিন্দার জীবন যেন সিনেমা

গোবিন্দা (Govinda), বলিউডে সর্বাধিক ‘চিচি’ বলে পরিচিত তিনি। কমেডি থেকে সিরিয়াস, সব ধরনের অভিনয়েই সমান পারদর্শী গোবিন্দা। 21 শে নভেম্বর, মঙ্গলবার, তাঁর আটান্ন বছর বয়স হল। নব্বইয়ের দশক মাতিয়ে রেখেছিলেন গোবিন্দা। কিন্তু তাঁর তারকা হওয়ার যাত্রাপথ সহজ ছিল না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে গোবিন্দার জন্মের আগেই তাঁর বাবা অরুণ আহুজা (Arun Ahuja) প্রযোজিত একটি ফিল্ম চূড়ান্ত ফ্লপ হয়েছিল। ফলে তাঁদের পরিবারের আর্থিক অবস্থার অবনতি হয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

1997 সালে একটি সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছিলেন, তাঁদের পরিবারের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, মুদিখানা থেকে তাঁদের চাল-ডাল, মশলাপাতি আনার সংস্থান ছিল না। এমন দিন গেছে যখন মুদি গোবিন্দাকে দোকানের পাশে বহুক্ষণ দাঁড় করিয়ে রাখতেন। কারণ তিনি জানতেন, গোবিন্দার কাছে টাকা নেই। সুতরাং ধারে মালপত্র কিনবেন তিনি। গোবিন্দাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হত। দিনের পর দিন এইরকম ব্যবহার পেতে পেতে লজ্জায়, অপমানে মুদির দোকানে যেতে চাইতেন না।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

কিন্তু তিনি দেখতেন, তাঁর মা নিরুপায় হয়ে নিঃশব্দে কাঁদছেন। নিজেদের এই পরিস্থিতি দেখে গোবিন্দা নিজেও কেঁদে ফেলেছিলেন। এরপর 1986 সাল থেকে ধীরে ধীরে ঘুরতে থাকে গোবিন্দার ভাগ্যের চাকা। ‘লাভ 86’ ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। এরপর ‘রাজাবাবু’, ‘হিরো নাম্বার ওয়ান’, ‘কুলি নাম্বার ওয়ান’-এর চূড়ান্ত সফলতা তাঁকে বলিউডের প্রথম সারির নায়ক করে তোলে। তিনি হয়ে ওঠেন সুপারস্টার।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

গোবিন্দা অভিনীত শেষ ফিল্ম ‘রঙ্গিলা রাজা’। এছাড়াও নিজের মিউজিক ভিডিও নিয়ে আপাতত ব্যস্ত তিনি। সেগুলি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করেন গোবিন্দা।

 

View this post on Instagram

 

A post shared by Govinda (@govinda_herono1)

whatsapp logo