Hoop StoryHoop Viral

Viral: সাধারণ পোশাকে ‘চিঠি আই হে’ গাইলেন বৃদ্ধ দম্পতি, মুহূর্তে ভাইরাল ভিডিও

মানুষের মধ্যে প্রতিভা থাকলে, তাকে কোন বয়সে আটকে রাখা সম্ভব না। বিশেষ করে বর্তমানে যখন প্রত্যেকের হাতে এন্ড্রয়েড ফোন আছে, আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌছে যাওয়া যায়, লক্ষ লক্ষ মানুষের কাছে শুধু আপনার মধ্যে প্রতিভা থাকতে হবে, তাহলেই ভিডিওগুলি পৌঁছে যাবে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে। একবার যদি মানুষের মনে লেগে যায়, তাহলে তারা সেলিব্রেটিদের থেকে কোন অংশে কম হয় না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অতি সাধারন পোশাক পরে এক বৃদ্ধ এবং বৃদ্ধা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে।

তাদের গান পৌঁছে গেছে লক্ষ লক্ষ মানুষের ঘরে এমনকি মনের মধ্যে তাদের গান শুনিয়ে গেছে, এই ভাবে কিভাবে এত সুন্দর গান মানুষ গাইতে পারেন প্রশিক্ষণ ছাড়া, সেটাই অনেকে ভেবে পাচ্ছেন না। আসলে এনাদের মধ্যে রয়েছে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা। ঈশ্বর প্রদত্ত ক্ষমতা যাদের মধ্যে থাকে তাদেরকে নতুন করে প্রশিক্ষণ নেওয়ার কোন দরকার হয় না। আর এত দরদ দিয়ে তারা দুজন এই গানটি গেয়েছে মানুষের মন হতে বেশী সময় লাগেনি। সাধারণ পোশাকে একটি হারমোনিয়াম বাজিয়ে তার আগে চলেছেন বিখ্যাত হিন্দি গান ‘চিঠি আই হে’।

পঙ্কজ উদাস এর গাওয়া সেই বিখ্যাত গানটি তারা একেবারে নিজের মতন করে গিয়েছেন ১৯৮৬ সালে হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। কিন্তু গানটির সুর এখনো মানুষের মনের মধ্যে আছে সেই গানটি আবার যেন নতুন করে উসকে দিলেন এই বৃদ্ধ দম্পতি। মুখে সাদা সাদা দাড়ি বসে যথেষ্ট ছাপ পড়েছে কিন্তু গলা শুনে বোঝার উপায় নেই এত সুন্দর মাধুর্য সত্যিই তাদেরকে প্রত্যেকে প্রশংসা করেছেন। বৃদ্ধ হারমোনিয়াম বাজাচ্ছেন, বৃদ্ধা ডাফলি বাজাচ্ছেন। তাদের দুজনের গলার সঙ্গে এত সুন্দর যন্ত্রসঙ্গীতের ভিডিওটিকে আরো বেশি সুন্দর করে তুলেছে তাই আর দেরি না করে আপনি Hoophaap এর পাতায় দেখে ফেলুন অসাধারণ এই গানের ভিডিওটি-

Related Articles