Lifestyle: সৌভাগ্য বৃদ্ধি করতে বাস্তুমতে জেনে নিন ঘরের সঠিক নকশা
সৌভাগ্য বৃদ্ধি করবে বাস্তু। বাস্তু অনুযায়ী, যদি বাড়ির মধ্যে ঘর তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, তাই বাস্তু মেনে গৃহ তৈরি করুন অনেকেই বিশ্বাস করেন না, করেন না তাদের জন্য এই লেখা টি নয়, মন থেকে বিশ্বাস করতে হবে। কারণ বাস্তুশাস্ত্র কিন্তু কোনো রকম কুসংস্কার নয়, এটি বহু যুগ আগে চৈনিক সভ্যতা এই শাস্ত্রকে বৈজ্ঞানিক হিসাবে মেনে নেওয়া হয়েছে।
১) উত্তর দিকে খোলা জায়গা, বাথরুম, প্রবেশদ্বার ইত্যাদি করতে পারেন।
২) উত্তর দক্ষিণ দিকে গেস্টরুম, বাচ্চাদের ডাইনিং রুম, বাথরুম অথবা গাড়ি পার্কিংয়ের জায়গা রাখতে পারেন।
৩) পশ্চিম দিকে ডাইনিং রুম জলের ট্যাঙ্ক, বাচ্চাদের বেডরুম, পড়াশোনার রুম এবং বাথরুম, সেপটিক ট্যাংক।
৪) দক্ষিণ পশ্চিম দিকে মাস্টার বেডরুম, টাকা রাখার আলমারি, সিঁড়ি জলের ট্যাঙ্ক রাখতে হবে।
৫) পশ্চিম দিকে শোওয়ার ঘর, সিঁড়ি, স্টোর রুম রাখতে হবে।
৬) দক্ষিণ পূর্বে রান্নাঘর ইলেকট্রিক মিটার, জেনারেটর মিটার এবং স্টোর রুম রাখতে হবে।
৭) পূর্বদিকে প্রবেশদ্বার, লিভিং রুম, খোলা জায়গা, বাথরুম, গেস্টরুম, স্টাডি রুম করতে পারেন।
৮) উত্তর-পূর্ব দিকে প্রবেশদ্বার, মন্দির, ব্যালকনি, আন্ডার গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, খোলা জায়গা করতে হবে।
৯) ঘরের মাঝখানে খোলা জায়গা, গাছপালা বেশি করে রাখতে হবে এবং দেখতে হবে ঘরে যাতে আলো-বাতাস ঠিক করে আসে।