whatsapp channel

Asha Bhosle: সদ্যই হারিয়েছেন দিদিকে, এরইমধ্যে অসুস্থ ছেলে, দুশ্চিন্তায় মগ্ন আশা ভোঁসলে

মাত্র দুই মাস আগে সুরলোকে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। দিদিকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন আশা ভোঁসলে (Asha Bhonsle)। সোশ্যাল মিডিয়াতেও বারবার দিদির সঙ্গে শৈশবের স্মৃতি রোমন্থন…

Avatar

HoopHaap Digital Media

মাত্র দুই মাস আগে সুরলোকে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। দিদিকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন আশা ভোঁসলে (Asha Bhonsle)। সোশ্যাল মিডিয়াতেও বারবার দিদির সঙ্গে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন তিনি। কিন্তু আবারও আশার জীবনে নেমে এল বিপদ। আশার মেজ ছেলে আনন্দ (Anand Bhonsle) অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন।

শোনা গিয়েছে, হঠাৎই নিজের ব্যালান্স হারিয়ে মাটিতে পড়ে যান আনন্দ। তাঁর গায়ে-মাথায় চোট লাগে। শারীরিক পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে, তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত ভয় পেয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। এই মুহূর্তে আনন্দ আইসিইউ-তে নেই। তাঁকে জেনারেল কেবিনে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক পরিস্থিতির পুরোপুরি উন্নতি এখনও হয়নি। আনন্দের হঠাৎই অসুস্থতার সময় আশাও দুবাইতে তাঁর ছেলের কাছেই ছিলেন।

দেশে ফেরার পরিকল্পনা ছিল আশার। কিন্তু আনন্দ অসুস্থ হয়ে পড়ার ফলে তাঁকে ছেড়ে মুম্বইয়ে ফিরতে নারাজ আশা। আনন্দকে সুস্থ করে তাঁকেও মুম্বই নিয়ে আসতে চান তিনি।

এর আগে 2015 সালে আশার বড় ছেলে হেমন্ত (Hemant Bhonsle)-র মৃত্যু হয়। কয়েক বছর আগে আশার একমাত্র কন্যা বর্ষা (Barsha Bhonsle) নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। গত 6 ই ফেব্রুয়ারি চলে গিয়েছেন লতা। বলা যায়, একরকম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আশা।

 

View this post on Instagram

 

A post shared by Asha Bhosle (@asha.bhosle)

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media