whatsapp channel
BollywoodHoop Plus

Ranveer Singh: দক্ষিণী ছবির ঝড়ে আবারো ফ্লপ রণবীরের ‘জয়েশভাই জোরদার’

বলিউডে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছাড়া একের পর এক ফিল্ম মুখ থুবড়ে পড়তে শুরু করেছে। একদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা হয়ে উঠেছেন প‍্যান ইন্ডিয়ান স্টার। একের পর এক রেকর্ড ভাঙছেন তাঁরা। অপরদিকে বলিউডে ফ্লপের ছড়াছড়ি। রণবীর সিং (Ranveer Singh)-এর কেরিয়ার তো প্রায় টলোমলো। কপিল দেব (Kapil Dev)-এর বায়োপিক ‘83’-তে কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর। তাঁর অত্যন্ত ভালো অভিনয় সত্ত্বেও বক্স অফিস অসফল হয় ‘83’। এবার মুখ থুবড়ে পড়ল রণবীর অভিনীত ফিল্ম ‘জয়েশভাই জোরদার’।

শুক্রবার 13 ই মে, মুক্তি পেয়েছে ‘জয়েশভাই জোরদার। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সাম্প্রতিক টুইট অনুযায়ী, প্রথম দিনে ‘জয়েশভাই জোরদার’-এর আয় মাত্র তিন কোটি পঁচিশ লক্ষ টাকা। তরণের মতে, সপ্তাহের শেষ তিনটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘জয়েশভাই জোরদার’-এর জন্য। সকাল-বিকেল ছাড়াও উইকেন্ডের রাতে এই ফিল্ম দেখতে তেমন ভিড় দেখা যায়নি। এর উপর প্রথম দিনেই ফিল্মটি ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। ‘জয়েশভাই জোরদার’ মুক্তির কিছুক্ষণের মধ্যেই লিক করেছে তামিল রকার্স, মুভি রুলস-এর মতো ওয়েবসাইটে। এই ওয়েবসাইটগুলিও দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়। এর ফলে বক্স অফিস কালেকশন প্রভাবিত হয়েছে।

কিন্তু দিব্যাঙ্গ ঠক্কর (Divyang Thakkar) পরিচালিত ফিল্ম ‘জয়েশভাই জোরদার’-এর গল্প একদম নতুন। অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভে কন্যাসন্তান আছে জানতে পেরে স্ত্রী ও অনাগত সন্তানকে রক্ষা করার জন্য বাড়ি থেকে পালায় জয়েশভাই। রক্ষণশীল পরিবারের ছেলে হয়েও জয়েশ আধুনিক। সে কন্যাসন্তান হত্যার বিরোধী। একসময় নারীরাই জয়েশভাইকে রক্ষা করতে রুখে দাঁড়ান। কাহিনী যথেষ্ট ভালো হওয়া সত্ত্বেও এই ফিল্মের ফ্লপ হওয়া অত্যন্ত দুঃখজনক।

‘জয়েশভাই জোরদার’-এ রণবীরের বিপরীতে অভিনয় করেছেন শালিনী পান্ডে (Shalini Pandey)। এছাড়াও অভিনয় করেছেন বোমান ইরানি (Boman Irani), পুনিত ইসার (Punit Issar), রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah) প্রমুখ।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

whatsapp logo