whatsapp channel

TRP: জোর টক্কর ‘ধুলোকণা’র, ‘গাঁটছড়া’কে টপকে কি প্রথম হতে পারলো ‘মিঠাই’!

বৃহষ্পতিবার মানেই জানতে ইচ্ছা করে এই সপ্তাহে কে কাকে টেক্কা দিল। বাংলা ধারাবাহিকের বিপুল রদবদল হয় এই একটা দিনই। কে কাকে টেক্কা দিচ্ছে, বা কে পিছিয়ে যাচ্ছে সমস্তটা জানা যায়…

Avatar

বৃহষ্পতিবার মানেই জানতে ইচ্ছা করে এই সপ্তাহে কে কাকে টেক্কা দিল। বাংলা ধারাবাহিকের বিপুল রদবদল হয় এই একটা দিনই। কে কাকে টেক্কা দিচ্ছে, বা কে পিছিয়ে যাচ্ছে সমস্তটা জানা যায় TRP chart থেকে।

এই সপ্তাহে এগিয়ে রয়েছে গাঁটছড়া। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে গাঁটছড়া রয়েছে এক নম্বরে। সোশ্যাল মিডিয়াতে এই ধারাবাহিকের কলাকুশলীরা বেশ জনপ্রিয়। পাশাপাশি মিঠাই যেন ক্রমশ সেকেন্ড গার্ল হয়ে যাচ্ছে। জোরদার লড়াই চলছে গাঁটছড়া ও মিঠাইয়ের সঙ্গে। ওদিকে লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ধুলোকণা’ এগিয়ে এলেও লালন ফুলঝুড়ি তিন নম্বরেই গড়াগড়ি খাচ্ছে। লক্ষ্মী কাকিমা, আলতা ফড়িং গুটি গুটি পায়ে এগিয়ে এসেছে এই সপ্তাহে। বরং, চলুন দেখে নিই বাকিদের জায়গা কোথায়। কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে মানুষের মন জয় করলো আর কে পিছিয়ে রইলো এই সপ্তাহ জুড়ে।

১. গাঁটছড়া – ৮.৪
২. মিঠাই – ৮.২
৩. ধুলোকণা – ৭.৯
৪.গৌরী এলো – ৭.৫
৫. আলতা ফড়িং – ৭.৪
৬. লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.২
৭. মন ফাগুন – ৬.৯
৮. অনুরাগের ছোঁয়া -৬.২
৯. আয় তবে সহচরী – ৫.৮
১০. উমা – ৫.৬
১১. এই পথ যদি না শেষ হয় – ৫.৫
১২. খেলনা বাড়ি – ৫.৪
১৩. লালকুঠি – ৫.২
১৪. উড়ন তুবড়ি – ৪.৬
১৫. বৌমা একঘর – ৪.৩
১৬. পিলু – ৪.০
১৭. গোধূলি আলাপ – ৩.৯
১৮. গঙ্গারাম – ৩.৮
১৯. গুড্ডি- ৩.১
২০. যমুনা ঢাকি – ২.৭

রিয়ালিটি শো

দাদাগিরি -৪.২
দিদি নং ওয়ান – ৩.০
ইস্মার্ট জোড়ি -৩.০

whatsapp logo