Vastu Tips: বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই মানতে হবে যে ৫টি নিয়ম
হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবে না, এমনটা হয় না কিন্তু তুলসী গাছ রাখার বা তুলসী গাছের যত্ন করার কয়েকটি নিয়ম আছে, তা আমরা অনেকেই জানিনা। দেখে নিন কিভাবে তুলসী গাছের যত্ন করবেন। এগুলি যদি মেনে না চলে তাহলে কিন্তু আপনার জীবনে অন্ধকার নেমে আসতে পারে, তবে অনেকেই এগুলো বিশ্বাস করেন ন। মন থেকে বিশ্বাস করুন। আর মেনে চলুন এই টিপস। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ টিপস।
১) তুলসী গাছকে সব সময় খোলা আকাশের নিচে রাখতে হবে। কখনো বারান্দায় কিংবা বাড়ির ছাদের তলায় রাখা একেবারেই উচিত নয়।
২) সূর্য অস্ত হওয়ার পরে কখনো তুলসী গাছের পাতায় হাত দিতে নেই। তাহলে কিন্তু এটি আপনার জন্য যথেষ্ট অমঙ্গল হবে।
৩) সকাল বেলা স্নান করে শুদ্ধ করে তবেই তুলসী পাতায় হাত দেওয়া উচিত।
৪) রবিবার একাদশী অথবা গ্রহণের সময় কখনই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, একথা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
৫) তুলসী গাছকে কখনোই বাড়ির দক্ষিণ দিকে রাখতে নেই। তাই দক্ষিণ দিক ছাড়া যেকোন দিকেই আপনি খোলা আকাশের নিচে তুলসী মঞ্চ বানিয়ে সেখানে মা তুলসীকে রাখবেন।