Hair Care Tips: ঘরোয়া উপাদান দিয়ে সাদা চুল কালো করার ৩টি টিপস শিখে নিন
চুল কালো করার জন্য আমরা বাজারচলতি কত দামি দামি প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু আমরা অনেকেই জানি না, যে চুল কালো করতে কয়েকটা ঘরোয়া উপাদানে যথেষ্ট চুল কালো করতে আমরা আজ এইভাবে ঘরোয়া উপাদান গুলি ব্যবহার করতে পারি, বলুন দেখে নিন তার এক ঝলক। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ এই টিপস –
১) আমরা অনেকেই জানিনা, চুল কালো করতে সাহায্য করে কালো জিরে। কালোজিরে পেস্ট যদি অ্যালোভেরা জেল এর সঙ্গে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগানো যায় তাহলে চুল অনেক বেশি কালো হয়।
২) চুল কালো করার জন্য আমরা ব্যবহার করতে পারি আমলকি এবং শিকাকাই তা খুব সহজেই দশকর্মা ভান্ডার পাওয়া যায়। এই দুটি মিশ্রন দোকান থেকে কিনে এনে সমপরিমাণে মিশিয়ে ভালো করে গুঁড়ো করে যদি টক দইয়ের সঙ্গে লাগাতে পারেন তাহলে চুল কালো হওয়ার পাশাপাশি চুল ওঠা বন্ধ হবে।
৩) চুল কালো করতে সাহায্য করে জবা ফুল। জবা ফুলের পেস্ট যদি নারকেল তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে শ্যাম্পু করে ফেলতে পারেন, তাহলেও দেখবেন আপনার চুল কত সুন্দর কালো হয়ে গেছে স্বাভাবিকভাবে।