BollywoodHoop Plus

মৃত্যুর আগের রাতে সুশান্তের বাড়ি গিয়েছিলেন রিয়া, তথ্য ফাঁস বিজেপি নেতার বয়ানে

সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুম্বইয়ের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। তাঁর বক্তব্য, ১৩ তারিখ রাতে রিয়া চক্রবর্তী সুশান্তের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন, এরপর পরের দিন সুশান্ত নাকি রিয়াকে বাড়ি ছেড়ে আসতেও গিয়েছিলেন।

ওই বিজেপি নেতার দাবি, ১৩ তারিখ যে সুশান্ত-রিয়া একসঙ্গে ছিলেন এ বিষয়ে তাঁর কাছে একজন সাক্ষীও রয়েছেন। ওই সাক্ষীই দুজনকে একসঙ্গে দেখেছেন।

ওই নেতার বক্তব্য, ১৩ তারিখ মহারাষ্ট্রের এক নেতার জন্মদিন ছিল। যে খুশিতে মুম্বইয়ের হোটেলে পার্টিও হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে তিনি সিবিআইয়ের কাছে যেতেও প্রস্তুত বলে জানান বিবেকানন্দ গুপ্তা। উল্লেখ্য, সিবিআই এর কাছে রিয়া জানিয়েছেন ৮ই জুনের পর সুশান্তের সঙ্গে দেখা করেন নি তিনি।

Related Articles