whatsapp channel

TRP: মেগায় মেগায় জোর টক্কর, মিঠাই নাকি গাঁড়ছড়া প্রথম হলো কে?

কে এগিয়ে কে পিছিয়ে এই রেজাল্ট দেখতে বা জানতে সকলেই কম বেশি পছন্দ করেন। কার নম্বর কত বা কে কত নম্বরের জন্য ছিটকে গেল, এই সবটা জানার জন্য মানুষ সব…

Avatar

Advertisements
Advertisements

কে এগিয়ে কে পিছিয়ে এই রেজাল্ট দেখতে বা জানতে সকলেই কম বেশি পছন্দ করেন। কার নম্বর কত বা কে কত নম্বরের জন্য ছিটকে গেল, এই সবটা জানার জন্য মানুষ সব সময় মুখিয়ে থাকে। পরীক্ষার রেজাল্ট হাতে এলে কথাই নেই, হামলে পড়ে মানুষ আগে জিজ্ঞেস করে কিরে অমুক সাবজেক্টে কত নম্বর পেলি? কিন্তু, এখানে কোনো সাবজেক্ট নেই, আছে শুধু ধারাবাহিকের লম্বা লিস্ট। একে বলে TRP chart। এই চার্ট বা লিস্ট দেখে বোঝা যায় কোন ধারাবাহিক হিট, কোনটার ফলাফল মিশ্র, এবং কোনটা একেবারেই ফ্লপ।

Advertisements

আজ বৃহস্পতিবার, প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও টিআরপি চার্ট বেরিয়ে গিয়েছে। যারা নিয়মিত ধারাবাহিক দেখেন বা খোঁজ খবর রাখেন তাদের কাছে এই টিআরপি চার্ট (TRP chart) খুবই গুরুত্বপূর্ন। চলুন দেখে নিই এই সপ্তাহের TRP Chart-

Advertisements

১) মিঠাই – ৮.৭
২) গাঁটছড়া – ৮.১
৩) লক্ষ্মী কাকিমা সুপারস্টার , আলতা ফড়িং – ৭.৭
৪) গৌরী এলো – ৭.৯
৫) ধুলোকণা – ৭.৪
৬) অনুরাগের ছোঁয়া – ৬.২, উমা – ৬.২
৭) এই পথ যদি না শেষ হয় – ৬.০, মন ফাগুন – ৬.০
৮) খেলনা বাড়ি, এক্কা দোক্কা, সাহেবের চিঠি – ৫.২
৯) লালকুঠি – ৫.০
১০) বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৪.৯
১১) আয় তবে সহচরী – ৪.৫
১২) পিলু – ৪.৪
১৩) উড়ন তুবড়ি – ৪.২
১৪)গোধূলি আলাপ – ৪.০
১৫) গুড্ডি – ৩.৬
১৬) বৌমা একঘর -২.৩ ( শেষ সপ্তাহ)
১৭) শিশু ভোলানাথ – ২.১
১৮) খেলাঘর – ১.৭
১৯) সাহেবের চিঠি – ১.৫ ( রিপিট)

Advertisements

রিয়্যালিটি শো

Advertisements

১) সা রে গা মা পা – ৬.৯
২) দিদি No.1 (সানডে ধামাকা) – ৬.৮
৩) Ismart Jodi – ৩.১
৪) দিদি No.1 S9 – ৩. ১

whatsapp logo
Advertisements