whatsapp channel
Hoop Life

Hair Care Tips: মাত্র তিনটি উপাদানেই চুলের খুশকি দূর করুন ঘরোয়া উপায়ে

বর্ষাকালে চুলের খুশকি খুব সহজেই চলে আসে। কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনি আপনার চুলের পুষ্টিকে একেবারে দূর করতে পারবেন, তাই আর দেরি না করে আমাদের Hoophaap এর পাতায় চটজলদি দেখে ফেলো অসাধারণ এই টিপস –

১) পাতিলেবুর রস যদি সামান্য নারকেল তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে মাথার চুলে ভালো করে লাগাতে পারেন, তাহলে খুশকি দূর হবে সহজে।

২) যদি টক দই নিয়মিত অন্তর সপ্তাহে চার দিন পর পর লাগিয়ে শ্যাম্পু করে ফেলতে পারেন। তাহলেও কিন্তু খুশকি দূর হবে।

৩) এছাড়াও সামান্য কারিপাতা পেষ্ট যদি মাথায় বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখতে পারেন, তাহলেও কিন্তু সহজেই দূর হবে খুশকি।

এইভাবে আপনি যদি নিয়ম করে চুলের যত্ন নিতে পারেন, তাহলে দেখবেন খুশকি একেবারে নিমেষের মধ্যে দূর হয়ে গেছে। তবে শুধু খুশকি নয়, আপনার চুল ভালো রাখতেও সাহায্য করবে এই উপাদানগুলো।

সতর্কীকরণ- উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনোরকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।

whatsapp logo