Recipe: ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন পেঁপের ভর্তা, রেসিপি শিখে নিন
পেঁপে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো বিশ্বাস করি যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেটের সমস্যায় ভুগছেন? আক্রান্ত বা যাদের ত্বকের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন পেঁপে খান সেদ্ধ পেঁপে খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো প্রতিদিন সকালবেলা উঠে খালি পেটে যদি সেদ্ধ পেঁপে খেতে পারেন, সামান্য সরষের তেল আর নুন দিয়ে মাখা যায় তাহলে খেতেও ভালো লাগে আর সুন্দর শরীর থাকবে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ রেসিপি –
উপকরণ –
মসুর ডাল ৫০০ গ্রাম
একটি বড় আকারের পেঁপে
নুন, মিষ্টি স্বাদ মত
পেঁয়াজকুচি দুটো
টমেটো বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া সামান্য
শুকনো লঙ্কা গুঁড়ো
সামান্য শুকনো
লঙ্কা বাটা পরিমাণমতো
ধনেপাতা কুচি স্বাদমতো
প্রণালী– পেঁপে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি, টমেটো বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচি করা পেঁপে দিয়ে মসুর ডাল সেদ্ধ দিয়ে দিতে হবে। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর পরিমাণমতো লঙ্কা, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁপের ভর্তা।