Hair Care Tips: ঘন লম্বা চুল পেতে জেনে নিন সহজ পাঁচটি টিপস
চুলকে ভালো করার জন্য প্রয়োজন উপযুক্ত ভাবে চুল পরিষ্কার করার সঠিক ভাবে খাওয়া-দাওয়া করা এবং চুলের কন্ডিশনিং করা দরকার। কন্ডিশনিং ভীষণ জরুরী সামনে শীত আসছে, নাহলে কিন্তু চুল রুক্ষ শুষ্ক হয়ে যাবে, আর অনেক পরিমাণে চুল তাড়াতাড়ি পড়ে যাবে, শ্যাম্পু করার পর কন্ডিশনিং মাস্ট, কিন্তু বাজারচলতি যে কোনো প্রডাক্ট আপনার চুলের ক্ষতি করছে না তো? Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ চুল ভালো করার সহজ টিপস –
নারকেল তেল – চুলের শ্যাম্পু হয়, নারকেল তেল দিয়ে ভাল করে চুল আঁচড়ে নিয়ে তারপরও যদি নারকেল তেল ম্যাসাজ করে শ্যাম্পু করেন। তাহলে আলাদা করে কন্ডিশনারের আর কোনো প্রয়োজন হবে না। তবে নারকেল তেল গরম করে যদি সাত দিনের মধ্যে অন্তত তিন থেকে চারদিন চুলের গোড়ায় দিতে পারেন ভালো করে ম্যাসাজ করে তাহলে কিন্তু অনেক উপকার পাবেন।
অ্যাপেল সাইডার ভিনিগার – শ্যাম্পু করার পরই অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন, এটি আপনার জন্য অসাধারন একটি কন্ডিশনার, এছাড়াও চুল নরম এবং লম্বা করতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে নিতে পারেন, সামান্য পরিমাণের নারকেল তেল। তবে এটি অবশ্যই শ্যাম্পু করার আগে লাগাতে হবে,তাহলে আর পরে আলাদা করে কন্ডিশনার লাগাতে হবে না।
কলা – ভালো করে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এরপরে হাতে কলা চটকে তার মধ্যে চিনি মিশিয়ে মিশ্রণটি চুলে লাগিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দিন, তারপর শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি যেমন আপনার চুল সুন্দর করতে সাহায্য করবে ঠিক তেমনই চুলকে নরম ঘন, কালো, কুচকুচে করতে সাহায্য করবে।
মধু – শ্যাম্পু করে চুলের লেন্থে জলের মধ্যে সামান্য মধু মিশিয়ে লাগিয়ে ফেলুন, আর কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার চুল কত নরম হয়ে গেছে। মধুর সঙ্গে খুব ভালো করে নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রনটিকে যদি খুব ভালো করে চুলে লাগিয়ে তারপর ধুয়ে ফেলতে পারেন, এতেও কিন্তু আপনি উপকার পাবেন দেখুন।
অ্যালোভেরা জেল- অ্যালোভেরা জেল এর সঙ্গে পরিমাণ নতুন কফি পাউডার মিশিয়ে যদি মাথায় ভালো করে ম্যাসাজ করতে পারেন, তাহলে দেখবেন চুল কত সুন্দর এবং সিল্কি হয়ে গেছে, আর খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে।
চুল লম্বা না হওয়ার কারণ জেনে নিন –
১) শরীরের ভেতরে যদি হরমোনের ভারসাম্যের সমস্যা থাকে তাহলে অনেক সময় চুল লম্বা হয় না। সেক্ষেত্রে কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং এই সমস্যা থাকলে প্রচুর পরিমাণে চুল উঠে যায়।
২) মাঝে মাঝে চুলের নীচটা কেটে ফেলবেন, তাহলে কিন্তু চুল দ্রুত বেড়ে যায়। অনেকেই আছেন, যারা চুল কাটতে চান না সেক্ষেত্রে কিন্তু চুল তাড়াতাড়ি লম্বা হয় না।
৩) সপ্তাহে অন্তত একদিন চুলের খুব ভালো করে যত্ন নিন, তাহলে দেখবেন চুল এমনি বেড়ে যাচ্ছে।
সতর্কীকরণ– উপরে উল্লেখিত কোনো উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কোনো রকম সমস্যা এড়াতে আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই কথা বলুন।