whatsapp channel

Bangla Medium: ‘বাংলা মিডিয়াম’ নিয়ে শুরু চরম সমালোচনা, মুক্তির আগেই প্রহসনের শিকার নীল-তিয়াশা

"ফলস্ চুল দিয়ে বিনুনি ঝুলিয়েই বিজ্ঞান পড়াতে হবে? কেন যেটা আপনার আসল চুল সেই লেন্থে বিজ্ঞান বোঝান যায় না? গ্রামের মেয়ে মানেই দু'দিকে দুটো ঢ্যাপা বিনুনি ঝোলানো, এসব কোথায় দেখেছেন?",…

Avatar

Susmita Kundu

Advertisements
Advertisements

“ফলস্ চুল দিয়ে বিনুনি ঝুলিয়েই বিজ্ঞান পড়াতে হবে? কেন যেটা আপনার আসল চুল সেই লেন্থে বিজ্ঞান বোঝান যায় না? গ্রামের মেয়ে মানেই দু’দিকে দুটো ঢ্যাপা বিনুনি ঝোলানো, এসব কোথায় দেখেছেন?”, “এই বাজারে শিক্ষক নিয়োগের মতন সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে সিরিয়াল বানানোর ঝুঁকি স্টার জলসাই নিতে পারে”, “তারপর শহরে গিয়ে বড়লোক মাষ্টার কে বিয়ে করে পড়াশোনা বাদ দিয়ে ননদ শাশুড়ির সাথে চুল টানাটানি দাও”। এবারে থামতে হচ্ছে। ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)-এর প্রোমো নিয়ে এরকম বহু নেগেটিভ মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। একই বলে শুরুতেই মুখ থুবড়ে পড়া, সত্যি কি তাই হতে চলেছে নাকি হতে পারে চমকদার কিছু?

Advertisements

ভাবছেন কি এই‘বাংলা মিডিয়াম’? মশাই,স্টার জলসার বুকে আসতে চলেছে ‘কৃষ্ণকলি’ এফেক্ট আরো একবার। কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ও শ্যামার জুটি নতুন ধারাবাহিকের সদস্য হতে চলেছে,সেই ধারাবাহিকটির নাম হল-‘বাংলা মিডিয়াম’।

Advertisements

অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) একটা সময় স্টার জলসার হাত ধরেই ধারাবাহিক জগতে পা রাখেন। মাঝে জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করেন। পরিবর্তিত সময় ‘উমা’ ধারাবাহিকে লিড রোলে কাজ করেন। এবার ফের স্টার জলসার পর্দায় শ্যামা ওরফে তিয়াশা লেপচার (Tiyasha Lepcha) সঙ্গে জুটি বাঁধবেন।

Advertisements

Advertisements

ইতিমধ্যে, নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্রোলও শুরু হয়ে গিয়েছে। যদিও, তিয়াসা-নীলের ধারাবাহিক কৃষ্ণকলি দারুন টিআরপি দিয়েছিল একটা সময়, এবার পালা স্টার জলসার এরা কতটা ম্যাজিক করতে পারে। বলাবাহুল্য, চলতি বছর রাজ্য শিক্ষা দপ্তর যেই অনাচার দেখাচ্ছে, তাতে করে বাংলা মিডিয়াম বনাম ইংরাজি মিডিয়াম কতটা মানুষের মনে ধরবে সেটাই দেখার বিষয়। অবশ্য, কিছু মানুষ তিয়াসা-নীলের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মাধ্যমে, কিন্তু সমালোচনার ভারে ভারী হচ্ছে ‘বাংলা মিডিয়াম’ এর জনপ্রিয়তা।

whatsapp logo
Advertisements