whatsapp channel

আজকের দিনের ইতিহাস

ঘটনাবলী-» ১) ১৫৬৫ সালে আজকের দিনে ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশ এ পরিণত হয়। ২) ১৭৪৮ সালে আজকের দিনে গ্রেট ব্রিটেন স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে আইলা শাপেলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

ঘটনাবলী-»
১) ১৫৬৫ সালে আজকের দিনে ফিলিপাইন আনুষ্ঠানিকভাবে স্পেনের উপনিবেশ এ পরিণত হয়।

Advertisements

২) ১৭৪৮ সালে আজকের দিনে গ্রেট ব্রিটেন স্পেন ও সার্ডিনিয়ার মধ্যে আইলা শাপেলের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisements

৩) ১৮৬৬ সালে আজকের দিনে রাশিয়া সরকারিভাবে আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।

Advertisements

৪) ১৯৮৪ সালে আজকের দিনে আফ্রিকার মহাদেশের বিংশ শতাব্দীর সবচেয়ে বড় খরা দেখা যায়। এসব দেশের মধ্যে ইথিওপিয়ার দুর্যোগ সবচেয়ে গুরুতর। আফ্রিকার ৩৪ টি দেশ খরার কবলে পড়ে। এর মধ্যে ২৪ টি দেশে অনাহার দেখা যায়।

Advertisements

৫) ১৯৮৫ সালে আজকের দিনে দক্ষিণ আফ্রিকার বোথা সরকারের হাতে কৃষ্ণাঙ্গ কবি বেনজামিন মালাইসের ফাঁসি হয়।

জন্ম-»
১) ১৯১৮ সালে আজকের দিনে ভারতীয় বাঙালি চিত্রশিল্পী পরিতোষ সেন জন্মগ্রহণ করেন।

২) ১৯২৫ সালে আজকের দিনে বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেতা ইলা মিত্র জন্মগ্রহণ করেন।

৩) ১৯৪০ সালে আজকের দিনে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

৪) ১৯৫০ সালে আজকের দিনে ভারতীয় ও ব্রিটিশ অভিনেতা অম রাজেশ পুরী জন্মগ্রহণ করেন।

মৃত্যু-»
১) ১৯১৪ সালে আজকের দিনে কবি আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।

২) ১৯২৩ সালে আজকের দিনে কথা সাহিত্যিক মোহাম্মদ নজিবর রহমান মৃত্যুবরণ করেন।

৩) ২০০৪ সালে আজকের দিনে বাঙালি প্রখ্যাত ভ্রমণ সাহিত্যিক শঙ্কু মহারাজ মৃত্যুবরণ করেন।

৪) ২০১৮ সালে আজকের দিনে বাংলাদেশী সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু মৃত্যুবরণ করেন।

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media