whatsapp channel
Hoop News

Gold Price: ধনতেরাসের দিনেই বিরাট পতন সোনার দামে, দেখে নিন আজকের বাজারদর

আজ ধনতেরাস। রাত পোহালেই আপামর মানুষের মনে আনন্দ, কারণ দোরগোড়ায় যে দীপাবলি। ধনতেরাসের এই একটা দিন বহু মানুষ সোনার দোকানে ভিড় করেন, কেনেন সোনা কিংবা রুপো। চলুন, দেখে নিই ধনতেরাস এর আগের দিনে সোনার আর রুপোর বাজার দর (Gold and Silver Price Rate Dhanteras)

আজ শনিবার ২২.১০.২২ তারিখে সোনার ও রুপোর দাম যথারীতি:- হলমার্ক সোনা – ১০ গ্রামের দাম ৪৮৭০০ টাকা, ১ গ্রামের দাম ৪৮৭০ টাকা। গহনা সোনা- ১০ গ্রামের দাম ৪৮০০০ টাকা, ১ গ্রামের দাম ৪৮০০ টাকা। পাকা সোনা – ১০ গ্রামের দাম ৫০৬০০ টাকা, ১ গ্রামের দাম ৫০৬০ টাকা। রুপোর বাট প্রতি কেজি ৫৫৮০০ টাকা। খুচরো রুপো প্রতি কেজি ৫৫৯০০ টাকা।

গতকাল, অর্থাৎ, শুক্রবার সোনার ও রুপোর দাম যথারীতি :- হলমার্ক সোনা – ১০ গ্রামের দাম ৪৮৯০০ টাকা, ১ গ্রামের দাম ৪৮৯০ টাকা। গহনা সোনা- ১০ গ্রামের দাম ৪৮২০০ টাকা, ১ গ্রামের দাম ৪৮২০ টাকা। পাকা সোনা – ১০ গ্রামের দাম ৫০৮০০ টাকা, ১ গ্রামের দাম ৫০৮০ টাকা। রুপোর বাট প্রতি কেজি ৫৬২০০ টাকা। খুচরো রুপো প্রতি কেজি ৫৬৩০০ টাকা।

সোনা কেনার পূর্বে অবশ্যই দাম যাচাই করে কিনতে যাবেন। উপরের লিখিত সোনার দামে জি. এস. টি যুক্ত নেই। প্রত্যেকটি দোকানের মেকিং চার্জ আলাদা হয়, তাই জি. এস. টি ও মেকিং চার্জ সহ গোটা জিনিসটির দামের পার্থক্য হয়। উল্লেখ্য, সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখেই কিনবেন।

whatsapp logo