Hoop News

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

রবিবার সারাদিন কলকাতা সহ আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সারাদিনে কলকাতা সহ আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় হালকা বৃষ্টি হলেও রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হওয়া অফিস। আজ সারাদিনই আদ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, অলিপুদুয়ার, কোচবিহার সহ প্রায় সমস্ত জেলাতেই। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্রতার পরিমাণও অনেকটাই বেশি। গত ২৪ ঘন্টায় বাতাসে আদ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা এবং আশেপাশে বৃষ্টি হয়েছে ২৫.৫ মিলিমিটার।

Related Articles