Advertisements

চীনকে দুর্বল করতে ভুটানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে পা বাড়াল ভারত

Avatar

HoopHaap Digital Media

Follow

ভুটান ও ভারত মধ্যস্থ সম্পর্ক আরও গভীর করতে এবার দুই দেশের মধ্যে গড়ে উঠলো ব্যবসায়িক পথ। এই পথ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের জয়গাও এবং ভুটানের পজাখার মধ্যে। করোনা পরিস্থিতির মধ্যে দুই দেশের গৃহীত এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

থিম্পুর ভারতীয় দূতাবাস অনুযায়ী, ভারত সরকার ১৫ই জুলাই হালে ও পশাখাতে একটি ব্যবসায়িক পথের সূচনা করেছে। যার ফলস্বরূপ বাড়বে কাঁচামালের আমদানি এবং রপ্তানি। শুধু তাই নয় এরফলে জয়গাও মার্গে চীনের ব্যবসায়ীদের আগমনও বন্ধ হবে। চীনের জন্য এটি একটি বড়সড় ঝটকা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্য, এর আগে ভুটানের উপর দাদাগিরি দেখানোয় চীন সরকারকে কড়া জবাব দিয়েছিল ভারত সরকার। প্রতিবেশী দেশের উপর অত্যাচার চালানো, এছাড়া ভারতের সঙ্গে সীমানা নিয়ে বিবাদ করা চীন এবার সমস্যার সম্মুখীন হতে চলেছে। কারণ, বর্তমানে ভারত ও ভুটানের মধ্যেকার ব্যবসা বৃদ্ধি করা ছাড়াও গোহাটি এবং অরুণাচল প্রদেশের মধ্যবর্তী পথকে এক সড়কের দ্বারা যুক্ত করার আলোচনা করা হয়েছে।

এই ১৫০ কিমি দূরত্বের অবসান ঘটলে ভারত, চীনের আগেই নিজের সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারবে। শুধু তাই নয় এরফলে ভারতীয় সেনা আরও ক্ষমতাশালী হয়ে উঠতে পারবে। এই বিষয়ে ভুটানে অবস্থিত ভারতীয় রাজদূত রুচিরা কম্বোজ একটি ট্যুইট করে জানিয়েছেন, “এই নতুন ব্যবসায়িক সম্পর্কিত পথ সূত্রপাত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”

Avatar

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow