শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে শনিবারে ভুল করেও এই পাঁচটি খাবার খাবেন না

শনিবারে এমন কিছু খাবার খাবেননা যাতে শনিদেব রুষ্ট হন। শনিদেব রুষ্ট হলে জীবনে নেমে আসবে ঘোরতর অন্ধকার।

১) শনিবার দিন ভুল করেও দই বা দুধ খাবেন না। তাতে শনিদেব রুষ্ট হন।

২) প্রতি শনিবার ভুল করেও কাঁচা আম বা কাঁচা আমের তৈরি আচার খাবেন না। কাঁচা আম খেলে শনিদেব রুষ্ট হবেন।

৩) প্রতি শনিবার ভুল করেও মুসুর ডাল খাবেন না।

৪) প্রতি শনিবার ভুলেও রান্নাতে শুকনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না। রান্না যদি ঝাল দিতেই হয় তাহলে কাঁচা লঙ্কা ব্যবহার করুন।

৫) প্রতি শনিবার ভুলেও মদ্যপান করবেননা। এতে শনিদেব রুষ্ট হন।

এবার জেনে নিন প্রতি শনিবার কি খেলে শনিদেব সন্তুষ্ট হন

১) শনিদেবকে সন্তুষ্ট করতে প্রতিদিন সকালে উঠে বাতাসা আর গোলমরিচ খান।

২) রান্নায় শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বা মরিচ ব্যবহার করুন।

৩) শনিবার দিন মুসুরডালের বদলে বিউলির ডাল খান পেতে শনিদেব সন্তুষ্ট হন।

৪) প্রতি শনিবার গুড় দিয়ে ছোলা খান। এতে শনিদেব সন্তুষ্ট হন।

Leave a Comment