আগামী ৪৮ ঘণ্টায় বড়সড় দুর্যোগের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের
আগামী ৪৮ ঘন্টায় দিল্লি সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা। দিল্লির মৌসম ভবন থেকে জানানো হচ্ছে, আগামী ২ দিনে দিল্লি এনসিআরে প্রবল বৃষ্টির সম্ভাবনা। প্রবল বৃষ্টিতে দিল্লি এনসিআরের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে। ২৯ ও ৩০ শে জুলাই এই দুদিন প্রবল বৃষ্টি হতে পারে। একাধিক এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা, যানবাহন পরিষেবা। মৌসম ভবনের তরফে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। প্রশাসনের তরফেও আগে থেকেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মৌসম ভবন জানিয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে আছে। আগামী ২৮শে জুলাই এই অক্ষরেখা দিল্লি এনসিআরের কাছে যাবে। একইসাথে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প পূর্ণ বায়ু হরিয়ানা, দিল্লি এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব রাজস্থানে ঢুকবে। এর ফলেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই এলাকা গুলিতে। ২৮ ও ২৯ শে জুলাই দিল্লি সহ আশেপাশের এলাকা গুলিতে প্রবল বৃষ্টি হবে এবং ২৯ তারিখের পর পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশে বৃষ্টি হবে।
এদিকে উত্তরবঙ্গে এখনো প্রবল বৃষ্টি হবে আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই আগামী বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি চলবে। সিকিম, অসম, মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্য গুলিতেও চলবে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির দেখা মেলেনি। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি স্বাভাবিক হবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি।