whatsapp channel
Hoop News

জন্ম থেকেই প্রতিবন্ধী, হাত ছাড়াই মাস্ক তৈরি করছেন ১০ বছরের এই ছোট্ট মেয়েটি

হাত ছাড়াই , মাস্ক তৈরি করছেন ১০ বছরের এই কন্যা

গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস এর জন্য বাইরে বের হতেই মাস্ক ব্যবহার করা এখন জরুরী হয়ে পড়েছে। ১০ বছরের সিন্ধুরি নামের এক কন্যা, যে মাউন্ট রোজারি ইংলিশ মিডিয়াম স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে প্রতিদিন তার একটি হাতের সাহায্যে ১৫ টি করে মাস্ক তৈরি করছে।

এই কন্যা জন্মগতভাবেই তার বাঁ হাতটি হারিয়েছে। কনুই এর উপরের অংশ তার নেই। অগত্যা সমস্ত কাজই তাকে একটি হাতের সাহায্যে করতে হয়। সে জানায়, SSLC এর ছাত্র-ছাত্রীদের জন্য তার লক্ষ্য এক লক্ষ মাস্ক তৈরি করা। প্রথমদিকে সে অবশ্য একহাতে মাস্কগুলি তৈরি করতে একটু ইতস্তত বোধ করেছিল। এ কাজে তার মা তাকে সাহায্য করেন। কাজটি শুরু করার পরেই প্রত্যেকে তার প্রশংসা করেছেন।

আবারও প্রমাণিত হল, মনের জোর থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো ভাবেই বাধা সৃষ্টি করতে পারে না। এমন মানুষ সকলের আদর্শ হতে পারেন। যারা শারীরিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও শুধুমাত্র ভাগ্যের দোষ দেন তাদের কাছে এই মেয়েটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মনের ইচ্ছা থাকলে, মানুষের ভালো করার ইচ্ছা থাকলে কোন শারীরিক প্রতিবন্ধকতাই ইচ্ছা শক্তিকে খর্ব করতে পারে না।

whatsapp logo