Advertisements

ত্বক উজ্জ্বল করতে বেসনের ফেসপ্যাক কিভাবে অ্যাপ্লাই করবেন

Avatar

HoopHaap Digital Media

Follow
Advertisements

বেসন ভাজাভুজি খাওয়ার জন্য অনবদ্য একটি উপাদান। কিন্তু রূপচর্চাতেও বেসন এর জুড়ি মেলা ভার। ত্বক উজ্জ্বল করতে প্রতিদিন রূপচর্চায় বেসন ব্যবহার করুন। বেসন দিয়ে বানিয়ে ফেলুন তিনটি অসাধারণ ফেসপ্যাক –

১) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসন ব্যবহার করুন। দু তিন চামচ বেসনের সঙ্গে, এক চামচ কাঁচা দুধ, এক চামচ লেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

২) ত্বক মসৃন করতে বেসন ব্যবহার করুন। দু-তিন চামচ বেসন এর সঙ্গে এক চামচ মধু, এক চিমটি হলুদ নিয়ে ভালো করে মিশিয়ে ব্যবহার করুন। ১০ মিনিট পরে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

৩) স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন বেসন। দু-তিন চামচ বেসনের সঙ্গে এক চামচ চালের গুঁড়ো, এক চামচ কাঁচা দুধ নিয়ে ভালো করে মিশিয়ে ব্যবহার করুন। ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

প্রতিদিন ত্বক চর্চায় বেসনকে সঙ্গী করলে দু সপ্তাহ পরেই ত্বকে পরিবর্তন নিজেই লক্ষ্য করবেন। তবে কখনই সাবান ব্যবহার করবেননা। মুখের ত্বক সারা শরীরের ত্বকের থেকে অনেক বেশি নরম হয় তাই তাকে যত্ন করা দরকার। সাবানে থাকা ক্ষার জাতীয় পদার্থ ত্বক নষ্ট করে দেয়।

Avatar
HoopHaap Digital Media

...

Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow