whatsapp channel

বাঁদরের খপ্পরে এক ছোট্ট শিশু, কিভাবে প্রাণ বাঁচালো বাড়ির লোক! ভিডিও ভাইরাল

কথাতে আছে, "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে"। কিন্তু উপরের ভিডিওটিতে বিষয়টা পুরো উল্টে গেছে। এক বনের পশুর কোলে রয়েছ একটি ছোট্ট শিশু। শিশুটি প্রচন্ড ভয়ে কাঁদছে। শুধু শিশুটিই নয়, বাড়ির…

Avatar

HoopHaap Digital Media

কথাতে আছে, “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে”। কিন্তু উপরের ভিডিওটিতে বিষয়টা পুরো উল্টে গেছে। এক বনের পশুর কোলে রয়েছ একটি ছোট্ট শিশু। শিশুটি প্রচন্ড ভয়ে কাঁদছে। শুধু শিশুটিই নয়, বাড়ির আর পাঁচটা লোকও যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন।

হনুমান, বাঁদর এর আচার আচরনের সঙ্গে মানুষের আচার-আচরণ এর অনেক মিল আছে। তারা নিজের বাচ্চাদের ওই রকম করেই আগলে রাখে। বাঁদরটি একদম পরম স্নেহে বাচ্চাটিকে আগলে রেখেছে। কিন্তু যতই হোক সে তো পশু। তার উপরে আর কতটা ভরসা করা যায়!

আশেপাশের মানুষজন অনেক চেষ্টা করছেন এদিক-ওদিক খাবার ছিটিয়ে বাঁদরটাকে প্রলুব্ধ করতে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। উল্টে সে অন্যকে আক্রমণ করে বসে। আর পরম স্নেহে দুহাতে জড়িয়ে ধরে রয়েছে শিশুটিকে। শিশুটিও ভীষণ ভয়ে সারাক্ষণ কেঁদে চলেছে। অবশেষে পেছন থেকে একজন বাচ্চাটিকে কোনরকমে নিয়ে নিয়েছেন। বাচ্চাটিও বাঁচল, সাথে বাড়ির লোকও। দেখে নিন সেই ভিডিও।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media