ব্লাড প্রেশার ও হার্টবিট মাপতে পারবেন ফোনেতেই, বাজার কাঁপানো মোবাইল আনলো LAVA কোম্পানি
স্মার্টফোনের দুনিয়ায় লাভা একটা জনপ্রিয় নাম। সম্প্রতি এই ভারতীয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা নিয়ে এসেছে তাদের নতুন ফিচার ফোন Lava pulse। এই ফোনটিতে পাওয়া যাবে এমন একটি ফিচার যা এখনও পর্যন্ত অন্য কোনো ফিচার ফোনে পাওয়া যায়নি। স্মার্টফোনের পিছনে আঙ্গুল ঠেকালেই জানা যাবে ব্লাড প্রেশার এবং হার্ট রেট। এরফলে ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনে অনেকটাই সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সংস্থা। একইসাথে ফোনটিতে রয়েছে নাম্বার কি টকার টেকনোলজি। যার অর্থ হল কোনো নাম্বার কি চাপলেই সেই নাম্বার কি নিজেই তার নম্বর জানাবে। আসুন জেনে নিই ফোনটির সম্পূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে –
1. নতুন Lava Pulse ফিচার ফোনটিতে রয়েছে 2.4 ইঞ্চির QGVA ডিসপ্লে এবং ডুয়্যাল সিম স্লট।
2. থাকবে 32 এমবি RAM, পাশাপাশি স্টোরেজ বাড়িয়ে 32 জিবি পর্যন্ত করা যাবে।
3. এই ফিচার ফোনে রয়েছে 1,800 mAh ব্যাটারি। যা একদিন চার্জ দিলে চলবে 6 দিন অবধি।
4. থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, FM রেডিও।
5. অটো কল রেকর্ডিং সহ থাকবে ইংরেজি, হিন্দি, তামিল, কন্নড়, তেলেগু, গুজরাতি এবং পাঞ্জাবি ভাষাগুলি ব্যবহারের সুবিধা।
6. এই ফিচার ফোনটিতে থাকছে হার্ট রেট এবং ব্লাড প্রেসার মনিটর সেন্সর।
7. এছাড়াও 100 টি এসএমএস এবং 500টি ফোন নম্বর সেভ করে রাখা যাবে।
অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ভারতের প্রায় সমস্ত রিটেল দোকানে উপলব্ধ এই ফোনটির দাম পড়বে 1,949 টাকা।