whatsapp channel

ভয়ঙ্কর সাপের অন্তর্গত আঁশযুক্ত সাপ, এর ক্ষমতা শুনলে চমকে যাবেন

মধ্য আফ্রিকা জুড়ে ছড়িয়ে রয়েছে বুশ ভাইপার। এদের সারা গা আঁশ যুক্ত থাকে। বুশ ভাইপারের অনেকগুলি প্রজাতি দেখা যায়। ১) রাফ স্কেল্ড বুশ ভাইপার ২) স্পাইনি বুশ ভাইপার ৩) হেয়ারি…

Avatar

HoopHaap Digital Media

মধ্য আফ্রিকা জুড়ে ছড়িয়ে রয়েছে বুশ ভাইপার। এদের সারা গা আঁশ যুক্ত থাকে। বুশ ভাইপারের অনেকগুলি প্রজাতি দেখা যায়।
১) রাফ স্কেল্ড বুশ ভাইপার
২) স্পাইনি বুশ ভাইপার
৩) হেয়ারি বুশ ভাইপার

পুরুষ বুশ ভাইপার এর দৈর্ঘ্য ৭৩ সেন্টিমিটার এর কাছাকাছি হয়। যার মধ্যে ৫৮ সেন্টিমিটার থাকে দেহ, বাকি ১৫ সেন্টিমিটার লেজের দৈর্ঘ্য। মহিলা বুশ ভাইপারের এর দৈর্ঘ্য হয় ৫৮ সেন্টিমিটার। পুরুষের সঙ্গে আকারের দিক থেকে তুলনা করলে মহিলা বুশ ভাইপারের এর দৈর্ঘ্য অনেকটাই কম থাকে।

চোখগুলি বড় বড় হয় চোখের চারপাশের ৯-১৬ টি বড় বড় আঁশ থাকে। দুটি চোখের মাঝখানে ৭-৯ টি আঁশ থাকে যা, দুটি চোখে আলাদা করেছে। মধ্য এবং পূর্ব আফ্রিকার, উত্তর-পূর্ব কঙ্গো এলাকায়, পশ্চিম কেনিয়া, উত্তর-পশ্চিম তানজানিয়া এসব অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এরা সহজেই গাছে উঠতে পারে, এদের মাঝেমধ্যেই গাছের মধ্যে থাকা ফুল বা পাতাকে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যায়।

ছোট ছোট ব্যাঙ, টিকটিকি, ছোট স্তন্যপায়ী জীব এমনকি এদের খাদ্য তালিকায় থাকে ছোট ছোট পাখিও। মাঝে মাঝে ছোট ছোট স্তন্যপায়ী জীব শিকার করার জন্য এরা মাটিতে নেমে আসে। মহিলা বুশ ভাইপার একসঙ্গে ১২-১৩ টি বাচ্চার জন্ম দেয়। নবজাতকের দৈর্ঘ্য হয় ১৫ সেন্টিমিটার এর কাছাকাছি। তবে এদের শরীরে নিউরোটক্সিক ছাড়া সাইটোক্সিন এবং ফেসিকুলিন থাকে। সম্প্রতি গবেষণায় উঠে এসেছে, তাদের বিষ অন্যান্য অনেক প্রজাতির তুলনায় অনেক কম বিষাক্ত বলে বিবেচিত হয়েছে।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media