ভারতীয়দের জন্য অত্যন্ত সুখবর, কবে আসছে করোনার টিকা! রইল বিস্তারিত
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে যে করোনা টিকা আবিষ্কার হয়েছে, তা তৈরির দায়িত্ব পেয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। আগামী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই করোনার টিকা বাজারে এসে যাবে বলে জানালেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে আলোচনা করেন পুনাওয়ালা। সেখানেই তিনি জানান, চলতি বছরের শেষ দিকে করোনার টিকা প্রস্তুত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে আগামী মাসের মাঝামাঝি থেকে ভারতে এই টিকার ট্রায়াল শুরু হবে বলেও জানান তিনি।
টিকা তৈরির পর তা প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেলে ওড়িশা সরকার ও সিরাম ইনস্টিটিউট এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করতে পারে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে করোনার টিকা প্রয়োগের ক্ষেত্রে ওড়িশা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকার সিরাম ইনস্টিটিউটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
ভারতে তৈরি হওয়া করোনার প্রতিষেধক টিকা কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ১২টি প্রতিষ্ঠানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভুবনেশ্বরের ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস ও এসইউএম হাসপাতাল। চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের নির্বাচনের কাজ চলছে পুরোদমে। তবে, যেভাবে সাধারণ মানুষ স্বেচ্ছাসেবকের কাজে অংশ নিতে এগিয়ে আসছেন তাতে আশার আলো দেখছেন চিকিৎসক মহল। ভুবনেশ্বর হাসপাতালের ট্রায়াল প্রক্রিয়ার প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ই ভেঙ্কট রাও এত মানুষের ইতিবাচক সাড়া পেয়ে আপ্লুত।