সকল বিপদ কেটে যায় মা ভবতারিণীর কৃপায়, অত্যন্ত সুন্দর হয়ে ওঠে জীবন
জীবনে চলার পথে নানা বাঁধা বিপত্তি আসবে। আর সেই বাঁধা-বিপত্তিকে কাটিয়ে এগিয়ে চলার নামই জীবন। ১৮৫৫ খ্রিষ্টাব্দের মানব দরদি জমিদার রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দিরে কালীসাধনা করতেন।
দক্ষিণেশ্বরে মন্দিরে মা সারদা মায়ের নিত্য সেবা করতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দির ছাড়াও রয়েছে একাধিক দেবীর মন্দির। মূল মন্দিরটি নবরত্ন মন্দির এটি টালিগঞ্জের রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দির এর আদর্শে নির্মিত। রয়েছে ১২ টি আট চালার শিব মন্দির।
সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পেতে ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মা ভবতারিণী পুজো করুন। জীবনের চড়াই উতরাই পথে মাই একমাত্র শক্ত হাত ধরে এগিয়ে নিয়ে যাবে লক্ষ্যের পথে। মা ভবতারিণী সন্তানের জীবনে কোন রকম দুঃখ আসতে দেন না। তার স্পর্শে নিমেষেই সব বিপদ কেটে যায়।