How to win lottery: লটারিতে টাকা জেতার সহজ ৫টি টিপস শিখে নিন
বর্তমানে অনেকেই লটারি কেটে অনেক অনেক টাকা রোজগার করছেন? আপনারও হয়তো দেখে মনে হয় যে, এই এত টাকা আপনিও রোজগার করতে পারেন, তার জন্য আপনাকে মেনে চলতে হবে কয়েকটা সহজ টিপস। তবে লটারি বা ফটকা বাজিতে কিন্তু সব সময় ঝুঁকি থাকে। ঝুঁকি নেওয়ার আগে সব দিক চিন্তা ভাবনা করে, তবেই এই সমস্ত জায়গায় টাকা ঢালবেন। তবে লটারি টিকিট কাটার আগে মেনে চলুন মাত্র পাঁচটি টিপস।
১) আগের খেলাতে ৩, ৫, ৭, ৯ এই ঘরের টিকিটের সংখ্যাগুলি পুরস্কার পেয়েছে। সে ক্ষেত্রে বুঝতে হবে, পরের দিন বা পরের বারের খেলাতে ২, ৪, ৬, ৮ ঘরের সংখ্যার পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে।
২) যদি কোন লটারির দ্বিতীয় সংখ্যাটি ৫৩ হয় এক্ষেত্রে শেষ সংখ্যাটি এমন একটা সংখ্যা হবে, যার সাথে ৩ এর বিয়োগফল -১, ০, ১ হবে। এক্ষেত্রে শেষ সংখ্যাটি ২, ৩ বা ৪ যে কোনো একটি হতে পারে।
৩) মিরর রিফ্লেক্সশন যেমন, 23432, 63036, 71917, 78387 এগুলো প্রত্যেকটি মিরর রিফ্লেকশন যুক্ত সংখ্যা। কারণ, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার পুনরাবৃত্তি হয়েছে চতুর্থ এবং পঞ্চম স্থানে। এই নম্বরে টিকিট কেটে দেখতে পারেন। আপনার ভাগ্য সংখ্যাতেও পারে।
৪) বর্তমানে এখন অনেক জায়গাতেই লটারি সেন্টার খুলেছে, তাই প্রথম দিন যেখান থেকে টিকিট কিনে আপনি প্রাইজ জিতেছেন, ঠিক তার পরের দিনই টিকিট কাটতে চাইলে কিন্তু অন্য সেন্টার থেকে টিকিট কেটে দেখতে পারেন।
৫) কোনো লটারির সেন্টার থেকে সকালবেলা যদি দেখেন, অনেক পরিমানে পুরস্কার পাওয়া হয়ে গেছে, তাহলে সন্ধ্যাবেলার খেলায় সেখানে আর না গিয়ে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
ডিসক্লেইমার – অবশ্যই সব দিক বিচার করে লটারি টিকিট কাটবেন, কোনোরকম সমস্যা হলে, Hoophaap দায়ী থাকবে না।