whatsapp channel

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

পুজোর আগে শুধু নিজেকে সাজালে বা বাড়ির ভেতরটা সাজালে হবে? বাড়ির বাইরেও কিন্তু সাজাতে হবে। এই সাজানোর জন্য এবারে আর কোন সবুজ রঙের গাছের পাতাযুক্ত গাছ নয়, ব্যবহার করুন পাঁচটি…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

পুজোর আগে শুধু নিজেকে সাজালে বা বাড়ির ভেতরটা সাজালে হবে? বাড়ির বাইরেও কিন্তু সাজাতে হবে। এই সাজানোর জন্য এবারে আর কোন সবুজ রঙের গাছের পাতাযুক্ত গাছ নয়, ব্যবহার করুন পাঁচটি রঙিন গাছ যা আপনার বাড়িতে অনেক বেশি সুন্দর করে তুলবে। যে গাছগুলো আপনার এই সুন্দর বাড়ি করার তালিকা রাখতে পারেন।

Advertisements

তার মধ্যে প্রথমেই হলো কোলিয়াস। এছাড়া রাখতে পারেন ক্রোটন, পার্পেল শাম রক, ইঞ্চ প্ল্যান্ট, পোল্কা ডট প্ল্যান্ট। এই প্রত্যেকটি গাছ আপনার বাড়িকে পুজোর সময় একেবারে নতুন করে সাজিয়ে তুলবে এগুলির মধ্যে বেশ কয়েকটি গাছ আছে ইন্ডার সেগুলো বুঝে শুনে রাখলেই হবে।

Advertisements

১) কোলিয়াস: একটি রঙিন গাছের পাতা গুলো এত সুন্দর দেখতে হয় যে, এই পাতার গাছ দিয়ে আপনি যদি আপনার ঘর সাজান, তাহলে দেখবেন ঘর দেখতে কত সুন্দর হয়েছে।

Advertisements

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

Advertisements

২) ক্রোটন: ক্রোটন অসাধারণ একটি রংবেরঙের গাছ, এই গাছ যদি আপনি আপনার বাড়িতে রাখতে পারেন তাহলে কিন্তু সবুজ গাছের মাঝখানে দেখবেন বেশ ভালো লাগবে।

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

৩)ইঞ্চ প্ল্যান্ট: এই গাছের পাতাগুলোকে অদ্ভুত সুন্দর দেখতে হয় জেব্রার গায়ে যেরকম ডোরাকাটা দাগ থাকে, অনেকটা সেরকম এই গাছগুলোর পাতা দেখতে আপনার ভারি ভালো লাগবে।

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

৪) পার্পেল শাম রক: অসাধারণ এই গানটি দেখতে কিন্তু সত্যিই খুব ভালো বেগুনি রংয়ের পাঁচটি পাতাযুক্ত গাছ দেখতে দারুন লাগবে, এই গাছে আলাদা করে আর ফুল হওয়ার দরকার নেই, পাতাগুলি একেকটা ফুলের মতন।

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

৫) পোল্কা ডট প্ল্যান্ট: অসাধারণ এইগের গাছটি দেখতে কিন্তু দারুন সবুজ বড় বড় পাতার ওপরে সাদা দিয়ে গোল গোল দাগ করা, এই গাছটি অবশ্যই বাগানে রাখতে পারেন।

Garden Tips: পুজোর আগে বাগানে আনুন এই ৫টি রঙিন গাছ, আত্মীয়েরা দেখে চমকে যাবে

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক