whatsapp channel
Hoop News

রান্নার গ্যাস বুক করলেই ৫০ টাকার ডিসকাউন্ট, জেনে নিন পদ্ধতি

অ্যামাজন পে ব্যবহার করে রান্নার গ্যাসের অনলাইন বুকিং করলে গ্রাহকরা পেয়ে যাবেন পুরো ৫০ টাকা ক্যাশব্যাক । কি বিশ্বাস হচ্ছে না তো ? জেনে নিন সম্পূর্ণ বিষয়। সবজি থেকে মাছ, চাল থেকে ডাল অগ্নিমূল্য করোনার বাজারে মানুষ রীতিমতো সংসার চালাতে হাবুডুবু খাচ্ছেন। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সিলিন্ডারের দাম ৷যার জেরে আপাতত আম জনতার মাথায় হাত।

কিন্তু এবার রাজ্যবাসীর জন্য সুখবর, এমন মূল্যবৃদ্ধির বাজারে অনলাইনে গ্যাস বুকিংয়ের সময় বিশেষ সাইট থেকে বুকিং করলেই গ্যাসের মোট দামে মিলবে ৫০ টাকার ছাড় ৷ সস্তায় কিভাবে বুকিং করবেন জেনে নিন এখানে ৷এই অফার পাওয়া যাবে ৩১ অগাস্ট পর্যন্ত।

প্রথমেই অ্যামাজন অ্যাপের পেমেন্ট অপশনে গিয়ে বেছে নিতে হবে নিজেদের গ্যাস সার্ভিস প্রোভাইডার ৷আর সেখানে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি নম্বর ৷ পেমেন্ট করা যাবে  অ্যামাজন পে-এর মাধ্যমে ৷ আর এই সহজ পদ্ধতির মাধ্যমেই আপনি বাড়িতে বসে সাশ্রয় করতে পারবেন বেশ কিছু টাকা।

whatsapp logo